বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার হারিয়েছে ইলন মাস্ক ! সংগৃহীত ছবি
টুইটারের মালিকানায় আসার পর নতুন নিয়ম চালু করেছিলেন ইলন মাস্ক। টুইটারে ব্লু টিকের জন্য তিনি টাকা নেওয়া শুরু করেন তিনি। এমনকি অনেক সেলিব্রেটিদেরও ব্লু টিক কেড়ে নেওয়া হয়েছিল। টাকা দেয়ার পর তা ফিরে পান তারা।ব্যবহারকারীরা বলছেন, প্রতি মাসে ৮-১১ ডলার খরচ করার পরও অতিরিক্ত কোনও সেবা দেওয়া হচ্ছে না টুইটার থেকে। বরং আরও কিছু সমস্যা তৈরি হলেও তার সমাধান দিতে পারেনি টুইটার। প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ অর্থ খরচ হওয়াই টুইটারের প্রতি অনীহা তৈরি হয়েছে বহু ব্যবহারকারীর। এরই জেরে গত কয়েক মাসের মধ্যেই বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার হারিয়েছে মাইক্রো ব্লগিং সংস্থাটি ।
অনেক সাবস্ক্রাইবার হারালেন ইলন মাস্ক। তিনি নিয়ম করেছিলেন টুইটারে ব্লু টিক রাখতে গেলে টাকা দিতে লাগবে। অনেক সেলিব্রেটিদের থেকে ব্লু টিক কেড়ে নেওয়া হয়েছিল। মাইক্রো ব্লগিং সাইটের সাবস্ক্রাইবার অনেক কমে গেল। ১.৫ লক্ষ সাবস্ক্রাইবার থেকে কমে হল ৬৮,১৫৭ জন সাবস্ক্রাইবার ৩০ এপ্রিলে। বাতিল করেছেন ৫৪.৫% টুইটার সাবস্ক্রিপশন। মোটা টাকা আয়ের স্বপ্ন থেকে বঞ্চিত হল টুইটার। অতিরিক্ত টাকা দিতে অনেকই রাজি হননি। অনেকে বলেছেন মাসে 11 ডলার খরচ করেও সেরকম পরিষেবা দেওয়া হচ্ছে না। ৮১ হাজার ৮৪৩ ইউজার বাতিল করেছেন টুইটার সাবস্ক্রিপশন। টুইটার ব্যবহারকারীদের বেশ কিছু সমস্যা দেখা যায়, সেই সমস্যার কোনরকম সমাধান করা হয়নি। দ্রুত সেই সমস্যার সমাধান না মিটলে আরও সাবস্ক্রাইবার কমতে পারে।
যারা ব্লু টিক নেওয়ার জন্য সাবস্ক্রাইব করেছিলেন, কয়েক মাসের ব্যবধানে তার অর্ধেকেরও বেশি সাবস্ক্রাইবার হারিয়েছে টুইটার। এই মাইক্রো ব্লগিং সাইটে যেখানে দেড় লক্ষ সাবস্ক্রাইবার ছিল, সেখানে ৩০ এপ্রিল তা কমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে।