You will be redirected to an external website

Narendra Modi: আমেরিকায় মোদীর সঙ্গে বৈঠক ‘অনুরাগী’ ইলনের

Narendra-Modi:-আমেরিকায়-মোদীর-সঙ্গে-বৈঠক-‘অনুরাগী’-ইলনের

আমেরিকায় মোদীর সঙ্গে বৈঠক ইলনের

 নিউ ইয়র্কে হওয়া এই বৈঠক নিয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানানো হলেও, মুখ খুলেছেন মাস্ক। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভারতের ‘সম্ভাবনা’ এবং প্রধানমন্ত্রীর ‘উদ্যোগে’র ভূয়সী প্রশংসা করেন। এ-ও জানান যে, তিনি ‘মোদীর অনুরাগী’। উল্লেখ্য যে, মাস্ক মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর এই প্রথম মোদীর সঙ্গে বৈঠক হল তাঁর।

টুইটার কর্তা মাস্ক বলেন, “দারুণ একটা বৈঠক হল প্রধানমন্ত্রীর সঙ্গে। আমি তাঁকে খুবই পছন্দ করি।” ২০১৫ সালে আমেরিকা সফরে গিয়ে ক্যালিফর্নিয়ায় টেসলার কারখানায় গিয়েছিলেন মোদী। সে কথা উল্লেখ করে মাস্ক বলেন, “কিছু বছর আগে তিনি আমাদের কারখানায় এসেছিলেন। আমরা একে অপরকে বেশ কয়েক বছর আগে থেকেই চিনি।” ভারতের সম্ভাবনার কথা বলতে গিয়ে টেসলা কর্তা বলেন, “ভারতের ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ উৎসাহিত।

মঙ্গলবার আমেরিকার মাটিতে অবতরণ করেছে মোদীর বিমান। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে নোবেলপ্রাপক, অর্থনীতিবিদ, শিল্পী, বিজ্ঞানী, উদ্যোগপতি-সহ একাধিক বিশিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মাস্ক ছাড়াও দেখা করেন লেখক রবার্ট থারম্যান এবং পরিসংখ্যানবিদ নিকোলাস নাসিম তালেবের সঙ্গে। 

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Narendra-Modi:-চন্দন-কাঠের-বাক্সে-রুপোর-গণেশ,মোদীর-উপহার-বাইডেনকে Read Next

Narendra Modi: চন্দন কাঠের বাক্সে...