বিচ্ছেদের সিদ্ধান্তের পরে বিস্ফোরক নোবেলের স্ত্রী
সম্প্রতি এক কলেজের অনুষ্ঠানে তাঁর ‘মত্ত’ অবস্থায় মঞ্চে ওঠাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। তার পর থেকেই একের পর এক বিতর্কে নাম উঠে এসেছে নোবেলের। শ্রোতাদের সমালোচনা তো আছেই, পাশাপাশি গায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সালসাবেলও। ইতিমধ্যেই নোবেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বার তাঁর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সালসাবেল। সালসাবেলের দাবি, প্রতি দিন নাকি চার লক্ষ টাকা মূল্যের মাদক লাগে নোবেলের।
মাদকাসক্তি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এমনকি, গায়কের সঙ্গে তাঁর স্ত্রী সালসাবেলের বিবাহবিচ্ছেদের নেপথ্যেও রয়েছে সেই কারণই। কোনও ভাবেই নেশা ছাড়তে রাজি নন তিনি, সাফ জানিয়েছেন নোবেল। এর পরেই নোবেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানান সালসাবেল। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরও বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সালসাবেল। তাঁর দাবি, ‘‘এক সময় নোবেল নমাজ পড়ত। মঞ্চে ওঠার আগেও ও নমাজ পড়া বাদ দিত না। ‘সারেগামাপা’তে সবাইকে বসিয়ে রেখে পর্যন্ত নমাজ পড়েছে ও।’’ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন সালসাবেল, ‘‘কী ভাবে যে ওর এত পরিবর্তন ঘটল! আমি নিশ্চিত, ওর কোনও শারীরিক সমস্যা হলে সাধারণ মানুষই ওর জন্য প্রার্থনা করতেন। কিন্তু ওর এই সমস্যা মানসিক, আর তার কারণ ওর এই নেশা।’’ সালসাবেল বলেন, ‘‘নোবেল প্রথম দিকে একদম এ রকম ছিল না। এখন তো আমি ওকে চিনতেই পারছি না।’’