প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফর
কায়রোর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি। এটা প্রধানমন্ত্রী মোদীর প্রথম মিশর সফর। তার তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে কারণ, গত ২৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে এলেন।
জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ভারত এসেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসি। তা পরেই প্রেসিডেন্ট আল সিসি মোদীকে সে দেশে আসার আমন্ত্রণ জানিয়ে যান। নিমন্ত্রণ রক্ষা করে শনিবারই কায়রো পৌঁছলেন মোদী। কায়রো বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা, ‘গার্ড অফ অনার’-এর পর মোদীর বিশাল কনভয় সোজা চলে যায় শহরের সেরা বিলাসবহুল হোটেলে।
হোটেলেই মোদীর জন্য অপেক্ষা করছিলেন মিশরে বসবাসকারী ভারতীয়রা। মোদীর কনভয় দৃশ্যমান হতেই ‘মোদী-মোদী’ স্লোগানে মেতে ওঠে কায়রোর ব্যস্ততম এলাকা। হোটেলে পৌঁছে তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মিশরে বসবাসকারী ভারতীয়রা ছাড়াও স্থানীয়দেরও দেখা মেলে সেখানে। তাঁরা হিন্দি গান গেয়ে শোনান মোদীকে। যা শুনে তারিফ করতেও দেখা যায় মোদীকে।