প্রথমবার মিশরের মাটিতে পা রেখেছেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার মিশরের মাটিতে পা রেখেছেন নরেন্দ্র মোদি । চারদিনের আমেরিকা সফর শেষে তিনি এখন পিরামিডের দেশে।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি। পরে হোটেলে তাঁকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা তরুণীরা মোদির উদ্দেশে গানও করেন। মোদিকে স্বাগত জানানোর সময় এক মিশরীয় তরুণী গেয়ে ওঠেন, ”ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে।” ‘শোলে’ ছবির ওই গান শুনে বিস্মিত হন মোদি। গান শুনে হাততালি দিয়ে ওঠেন তিনি। বলে ওঠেন, ”কেউই বুঝতে পারবে না আপনি মিশরের মেয়ে না ভারতের মেয়ে!” সেই তরুণী জানান, তিনি কোনওদিন ভারতে যাননি। হিন্দি জানেন সামান্য়ই। তা শুনে আরও অবাক হয়ে যান প্রধানমন্ত্রী।
গান শুনে অভিভূত হয়ে যান প্রধানমন্ত্রী। তিনি ওই মহিলার সামনে দাঁড়িয়ে গানের দু-কলির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে শোনেন এবং করতালি দিয়ে বাহবা দেন। তারপর তাঁর গানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “কেউ বুঝতে পারবে না যে, আপনি মিশরের নাগরিক নাকি ভারতীয় মেয়ে।” গান গেয়ে মোদিকে স্বাগত জানাতে পেরে অভিভূত জিনা। তিনি সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করার মুহূর্ত ছিল অসাধারণ।” জানা গিয়েছে, হিন্দি গানের রীতিমতো চর্চা করেন ভারতীয় বংশোদ্ভূত জিনা। তিনি জানান, ১২-১৩ বছর ধরে হিন্দি গানের চর্চা করছেন এবং ৬ বছর বয়সে প্রথম হিন্দি গান গাওয়া শুরু করেছেন।