জামিন পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান
পিটিআই সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে। ফল প্রকাশের আগেই বড় খবর। ১২টি মামলায় জামিন (Bail) পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গিয়েছে, পাকিস্তানের অ্যান্টি-টেররিজম কোর্টের তরফে ইমরান খান ও প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১২টি মামলায় জামিন দেওয়া হয়।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার ছিল পাকিস্তানের নির্বাচন। জেলবন্দি থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফেও ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বৈধতা বাতিল করে দেওয়া হয়। ইমরানের দলের কর্মী-সমর্থকরা বেগুন প্রতীকে নির্দল প্রার্থী হিসাবেই লড়েছেন। শনিবার থেকে শুরু হয়েছে ভোট গণনা। এখনও অবধি চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।
র্বাচনের ফল ঘোষণার আগেই বড় স্বস্তি পেলেন জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাঘাঁটিতে হামলা চালানো সংক্রান্ত ১২টি মামলায় জামিন পেলেন তিনি। একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও।