You will be redirected to an external website

Elisabeth Borne: পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, মাকঁরের মন্ত্রিসভায় রদবদল

Elisabeth-Borne:-পদত্যাগ-করলেন-ফ্রান্সের-প্রধানমন্ত্রী,-মাকঁরের-মন্ত্রিসভায়-রদবদল

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন।

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। সোমবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাকঁর। এই বছরের মাঝামাঝি ইউরোপিয়ান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মাকঁর। সেই কারণেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন এলিজাবেথ।

এলিজাবেথকে ধন্যবাদ জানিয়ে মাকঁর তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “ম্যাডাম প্রধানমন্ত্রী, প্রিয় এলিজাবেথ, দেশের স্বার্থে তোমার কাজ দৃষ্টান্তমূলক। সরকারে প্রতিটি পদক্ষেপ তুমি নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে বাস্তবায়িত করার চেষ্টা করেছ, তোমায় ধন্যবাদ।”

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথকে নিযুক্ত করেন মাকঁর। ফ্রান্সের ইতিহাসে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঙ্কোয়া মিট্টেরান্ড। এলিজাবেথের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অত্তল এবং ৩৭ বছর বয়সী প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। 

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

প্রথম-সমকামী-প্রধানমন্ত্রী-পেল-ফ্রান্স,নতুন-প্রধানমন্ত্রী-গ্যাব্রিয়েল Read Next

প্রথম সমকামী প্রধানমন্ত...