You will be redirected to an external website

Australia: সৈকতে ভেসে এল দৈত্যাকার চেহারার ‘বস্তু’,আতঙ্কে হুলস্থুল অস্ট্রেলিয়ায়

Australia:-সৈকতে-ভেসে-এল-দৈত্যাকার-চেহারার-‘বস্তু’,আতঙ্কে-হুলস্থুল-অস্ট্রেলিয়ায়

সৈকতে ভেসে এল দৈত্যাকার চেহারার ‘বস্তু’

সমুদ্রসৈকতে কত কী-ই না পড়ে থাকতে দেখা যায়। তাই বলে কিনা পেল্লায় চেহারার একটা বস্তু! তবে সেটা যে আদতে ঠিক কী, তা নিয়েই রীতিমতো ধন্দে পুলিশ-প্রশাসন। দৈত্যাকার চেহারার ধাতব বস্তুকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার এক সৈকতে। কোথা থেকে ভেসে এল ওই অজানা বস্তুটি?

দেখে মনে হবে যেন, জলের ট্যাঙ্কারের মতো গোলাকার জিনিস। যার উপরের দিকটি গম্বুজের মতো। বস্তুটির ধাতব শরীর চকচক করছে। ঠিক যেন পিতলের মতো। নীচের অংশটি খানিকটা এবড়োখেবড়ো। গ্রিন হেড সৈকতে এমনই এক বস্তুকে ঘিরে রহস্য ঘনিয়েছে। ওই বস্তুটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। সোমবার বিবিসি সূত্রে এই খবর জানা গিয়েছে। ইতিমধ্যেই বস্তুটির রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে প্রশাসন।

ওই অজানা বস্তুটি নিয়ে নানা মুনির নানা মত। ছড়িয়েছে নানা জল্পনাও। বিমান বিশেষজ্ঞ জিওফ্রে থমাস জানিয়েছেন, বস্তুটি সম্ভবত কোনও রকেটের জ্বালানির ট্যাঙ্ক। গত ১২ মাসে ভারত মহাসাগরের উপর কোনও রকেট ভেঙে পড়েছিল। তার ফলেই ওই বস্তুটি ভেসে এসেছে সৈকতে। অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা জানিয়েছে, কোনও বিদেশি মহাকাশযান থেকে ওই দৈত্যাকার সিলিন্ডারটি পড়েছে।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Imran-Khan:-গ্রেফতার-ইমরান!-ফলে-আগামী-পাঁচ-বছর-ভোটে-লড়তে-পারবেন-না-ইমরান Read Next

Imran Khan: গ্রেফতার ইমরান! ফলে ...