সমুদ্রসৈকতে ভেসে আসছে শ’য়ে শ’য়ে মৃত জেলিফিশ
সমুদ্রসৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ। এমন ঘটনাই ঘটেছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতে। কেন এত মৃত জেলিফিশ ভেসে আসছে, এ নিয়ে ধন্দে সকলে। এর আগে, চলতি বছরের অগস্ট মাসেও সৈকত এলাকায় একাধিক মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা গিয়েছিল। বাংলাদেশের পরিবেশ ও মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রে মাছ ধরার ট্রলারের জাল ও চিংড়ি ধরার ট্রলিং জাহাজের জালে আটকে ওই জেলিফিশগুলির মৃত্যু হয়েছে। তাঁদের মতে, মৃত্যুর পর জোয়ারের দলে জেলিফিশগুলি ভেসে এসেছে।
প্রথম আলোকে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানিয়েছেন যে, কলাতলি, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি এলাকায় মৃত জেলিফিশ ভেসে আসতে দেখা গিয়েছে। বেশ কয়েকটি মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ও সমুদ্রবিজ্ঞানী সইদ মাহমুদ বেলাল হায়দরের নেতৃত্বে এক দল মৎস্যবিজ্ঞানী। মৃত জেলিফিশগুলির একেকটি ওজন ১০-১৮ কেজি।