You will be redirected to an external website

IBM: কর্মী নিয়োগ বন্ধ করছে আইবিএম, ৭৮০০ জনকে ছাঁটাইয়ের প্রস্তুতি শুরু

IBM:-কর্মী-নিয়োগ-বন্ধ-করছে-আইবিএম,-৭৮০০-জনকে-ছাঁটাইয়ের-প্রস্তুতি-শুরু

কর্মী নিয়োগ বন্ধ করছে আইবিএম

বহু কর্মী যে কর্মহীন হতে চলেছেন, তা বলাইবাহুল্য। তেমনই একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম এ বার সেই পথেই হাঁটা শুরু করেছে। নতুন করে কর্মী নিয়োগ তো নয়ই, বরং কর্মী ছাঁটাই করে সেই জায়গায় কৃত্রিম মেধাকে ব্যবহার করা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। অন্তত তেমনই দাবি করা হয়েছে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে। যদিও এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স আইবিএম কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিল, কিন্তু কোনও উত্তর দেননি তাঁরা।

ওই প্রতিবেদন অনুযায়ী, আইবিএমের এক শীর্ষ কর্তা অরবিন্দ কৃষ্ণ এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, কর্মী নিয়োগ বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে। অন্ততপক্ষে ৭,৮০০ জন কর্মীকে সরিয়ে আগামী দিনে কৃত্রিম মেধা ব্যবহার করা হতে পারে। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মানের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি শয়ে শয়ে, হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেমেছে। সম্প্রতি অ্যামাজ়নও বেশ কিছু কর্মী ছাঁটাই করেছে। সেখানে কৃত্রিম মেধার ব্যবহারের চিন্তাভাবনা শুরু করেছে। সেই একই পথে হাঁটতে চলেছে আইবিএমও। এ বছরের শুরুতেই খরচ কমাতে সংস্থাটি ঘোষণা করেছিল যে, খুব শীঘ্রই ৪,০০০ কর্মীকে ছাঁটাই করা হবে।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

৯টি-অ্যাকাউন্ট-হ্যাকের-অভিযোগ-হিরো-আলমের Read Next

৯টি অ্যাকাউন্ট হ্যাকের ...