You will be redirected to an external website

নদীর বুকে বরফের ফুল! প্রকৃতির রূপ দেখে বিস্মিত হতে হয়

নদীর-বুকে-বরফের-ফুল!-প্রকৃতির-রূপ-দেখে-বিস্মিত-হতে-হয়

নদীর বুকে বরফের ফুল, ছবি: টুইটার।

চিনের নদীতে নাকি বরফের ফুল ‘ফুটেছে’! সম্প্রতি এমনই একটি ছবি ঘিরে কৌতূহল তুঙ্গে। কী ভাবে সম্ভব হল, এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন নেটাগরিকরা।

উত্তর-পূর্ব চিনের সংহুয়া নদীতে এমনই বরফের ফুল দেখা গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অল্প জল রয়েছে নদীতে। সেই নদীর বুকেই যেন কেউ বরফ দিয়ে নকশা তৈরি করেছে। যদিও দাবি করা হচ্ছে, মানবসৃষ্ট নয় এই বরফের ফুল। প্রাকৃতিক কারণেই সৃষ্টি হয়েছে। ছবিটি শেয়ার করেছেন নরওয়ের কূটনীতিক এরিক সোলহেইম। ক্যাপশনে লিখেছেন, “অপূর্ব! উত্তর-পূর্ব চিনের সংহুয়া নদীতে বরফের ফুল।”চিনের সংবাদপত্র পিপলস ডেলি-র প্রতিবেদন বলছে, এই ধরনের বরফের ফুল আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে। সাধারণত গুল্ম জাতীয় গাছের উপর এই বরফের ফুল দেখা যায়। কিন্তু নদীতে এমন দৃশ্য সচরারচর দেখা যায় না বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বরফের ফুল সাধারণত শরতের শেষ ভাগ এবং শীতের শুরুতে দেখা যায়। এই সময় চিনের অনেক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। কিন্তু মাটির তাপমাত্রা ততটা কমে না। আর এই তাপমাত্রার পার্থক্যই বরফের ফুল গঠনের আদর্শ পরিস্থিতি সৃষ্টি করে।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

ভূমিকম্পে-কেঁপে-উঠল-ফিলিপিন্সের-একাংশ,-রিখটার-স্কেলে-কম্পনের-মাত্রা-৬.১ Read Next

ভূমিকম্পে কেঁপে উঠল ফিল...