পাক্ রেঞ্জার্সের হাতে গ্রেফতার ইমরান খান ! সংগৃহীত ছবি
গ্রেফতার করা হলো পাকিস্তানের প্রাক্তন প্রধান মন্ত্রী ইমরান খান কে ।জানা যায় গ্রফতারের পর পাক সেনার আধিকারিকেরা মারধরও করেন তাকে । পাকিস্তান সেনাদের বিরুদ্ধে কুমন্তব্য করায় মঙ্গলবার সকালে ইসালামবাদ হাইকোর্টের সামনে পাকঅধিসেনার রেঞ্জার্স বাহিনীরাই গ্রফতার করে ইমরানকে ।
গ্রেফতার করা হল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান তথা প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাক সংবাদমাধ্যম জিও টিভির খবর অনুযায়ী, এদিন পাকিস্তানি রেঞ্জাররা এক জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল। ‘আলকাদির ট্রাস্ট মামলা’ নামে পরিচিত ওই জমি দুর্নীতি মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন ইমরান খান। সরাসরি আদালত থেকেই তাঁকে হেফাজতে নেয় পাক রেঞ্জাররা। আর ইমরান খানকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই একের পর এক মামলায় ফাঁসেন ইমরান খান। সব মিলিয়ে এখন তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা চলছে। এর আগে অন্যান্য বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার করতে চেয়েছিল পাক পুলিশ। এমনকী তাঁর বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে, ঐএর আগের প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন পিটিআই প্রধান। এবার জমি দুর্নীতি মামলায় রেহাই মিলল না।
গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ। এর পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।তবে প্রশাসন সূত্রের খবর, গ্রেফতারি পর ইমরানকে হাই কোর্ট চত্বরের বাইরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে রেঞ্জার্স।