You will be redirected to an external website

Ecuador Earthquake:জোরালো ভূমিকম্প ইকুয়েডরে, ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত প্রায় ৪০০

Ecuador-Earthquake:জোরালো-ভূমিকম্প-ইকুয়েডরে,-ধ্বংসস্তূপে-চাপা-পড়ে-আহত-প্রায়-৪০০

জোরালো ভূমিকম্প ইকুয়েডরে

ইকুয়েডরে জোরালো ভূমিকম্প। কম্পনের ফলে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পাশাপাশি অন্তত ৩৮০ জন এই ভূমিকম্পের ফলে আহত হয়েছেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার ভারতীয় সময় রাত ১০টা ৪২ মিনিট নাগাদ ইকুয়েডরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। ইকুয়েডরের পাশাপাশি কেঁপে ওঠে পেরুর উত্তরাংশও।

যে সময় ভূমিকম্প হয়, ইকুয়েডরে তখন সকাল। আচমকা কম্পনের ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে পড়ে। স্কুল, কলেজ এমনকি, চিকিৎসা কেন্দ্রেও ফাটল দেখা দেয়। তা ছাড়া, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইকুয়েডরের ভূমিকম্পে ৪৪টি বাড়ি ভেঙে পড়েছে। আরও ৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধারের কাজ চলছে।

আমেরিকান জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ইকুয়েডরের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে মাটি থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে। উপকূলবর্তী এলাকাতেই ভূমিকম্পের প্রভাব পড়েছে। তবে এর ফলে এখনও পর্যন্ত সুনামির কোনও সম্ভাবনা তৈরি হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Earthquake-in-Pakistan:পাকিস্তানের-ভূমিকম্পে-ন’জনের-মৃত্যু,-হাসপাতালে-ভর্তি-শতাধিক Read Next

Earthquake in Pakistan:পাকিস্তানের ভূ...