বাইডেনের স্ত্রী জিলকে হিরে উপহার মোদীর
মাইসুরুর বিখ্যাত চন্দন কাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ।বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদীর দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল, কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ এবং প্রদীপ। এ ছাড়া জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা ওই চন্দন কাঠের বাক্সে ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। বাইডেনের স্ত্রী জিলকে একটি সবুজ হিরে উপহার দিয়েছেন মোদী।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জিলকে উপহার দেওয়া সাড়ে ৭ ক্যারাটের ওই হিরেটি খনি থেকে মেলেনি। পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে। প্রাকৃতিক হিরের সমস্ত বৈশিষ্ট্যযুক্ত এই কৃত্রিম হিরে পরিবেশ সংরক্ষণের বার্তাবাহী। হিরেটি রাখা ছিল কাশ্মীরের শিল্পীদের তৈরি প্রখ্যাত ‘কর-ই-কলমদানি’ বাক্সে।
এছাড়াও, ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে একটি ভিনটেজ ক্যামেরা উপহার দিয়েছেন জো বাইডেন৷ যার সঙ্গে রয়েছে জর্জ ইস্টম্যানের পেটেন্ট মুদ্রিত প্রথম কোডাক ক্যামেরার ফ্যাসিমাইল প্রিন্ট৷ তার সঙ্গে আমেরিকার বন্যপ্রাণ বিষয়ক একটি বিশেষ বই৷নরেন্দ্র মোদির জন্য বিশেষ উপহার দিয়েছেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেনও৷ ইংরেজি সাহিত্যের কবি রবার্ট ফ্রস্টের সই করা কবিতার বই ‘কালেক্টেড পোয়েমস অফ রবার্ট ফ্রস্ট’ এর প্রথম এডিশনের একটি বই৷
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেনের জন্যেও ভারত থেকে বাছাই করা উপহার নিয়ে গিয়েছেন মোদি৷ তার মধ্যে প্রথমেই রয়েছে জিল বাইডেনের জন্য একটি সবুজ হিরে৷ কাশ্মীরের তৈরি Papier mâché রাখা হয়েছে সেই সবুজ হিরে। কার-এ-কলমদানি নামের কাগজে তৈরি এই বাক্স সারা বিশ্বেই বিখ্যাত৷ বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই বাক্স তৈরি করেন কাশ্মীরি শিল্পীরা৷ তার উপরে তুলি দিয়ে আঁকা থাকে সূক্ষ্ম নকশা৷