বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে ভারতে । সংগৃহীত ছবি
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত এবং যারা সংখ্যালঘু ইস্যুতে ভারতকে দোষারোপ করছেন, তাঁদের বাস্তবতা সম্পর্কে কোনও ধারণাই নেই। এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স-এর একটি বক্তৃতা সভায় ওয়াশিংটন ডিসি-র শ্রোতাদের উদ্দেশে নির্মলা সীতারমন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে ভারতেই এবং সেই জনসংখ্যা শুধুমাত্র সংখ্যায় বাড়ছে।
ভারতে মুসলিমরা নিরাপদ এই দাবি করে নির্মলা সীতারমন বলেছেন, একই সময়ে গঠিত পাকিস্তানে ১৯৪৭ সালে, মুসলিমদের জনসংখ্যা যা ছিল তার চেয়ে কী বেড়েছে? প্রতিটি সংখ্যালঘু মানুষের সংখ্যা কমছে অথবা পাকিস্তানে ধ্বংস হয়েছে। এমনকি কিছু মুসলিম সম্প্রদায়কেও সেখানে ধ্বংস করা হয়েছে। অথচ ভারতে, আপনারা দেখতে পাবেন প্রতিটি মুসলিম নিজেদের ব্যবসা করছে, সন্তানদের শিক্ষিত করছেন, ফেলোশিপ দেওয়া হচ্ছে।
সীতারমন বলেছেন, পাকিস্তানে মুহাজির, শিয়া এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা বিরাজ করছে, অথচ ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের ব্যবসা করছেন। তাঁর কথায়, "ভারতকে দু''টি পাকিস্তানে বিভক্ত করা হয়েছিল। পাকিস্তান নিজেকে একটি ইসলামিক দেশ হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু বলেছিল সংখ্যালঘুদের রক্ষা করা হবে। অথচ প্রতিটি সংখ্যালঘুর সংখ্যা কমে যাচ্ছে, অথবা পাকিস্তানে ধ্বংস হয়েছে। এমনকি কিছু মুসলিম সম্প্রদায়কেও ধ্বংস করা হয়েছে।"