You will be redirected to an external website

Mahiya Mahi:সৌদি আরব থেকেই ফিরতে গ্রেফতার ন’মাসের অন্তঃসত্ত্বা মাহিয়া মাহি

Mahiya-Mahi:সৌদি-আরব-থেকেই-ফিরতে-গ্রেফতার-ন’মাসের-অন্তঃসত্ত্বা-মাহিয়া-মাহি

গ্রেফতার ন’মাসের অন্তঃসত্ত্বা মাহিয়া মাহি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। শুধু বাংলাদেশের নয়, টলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। শুক্রবার রাতে নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন। তাঁর অভিযোগ স্থানীয় প্রতিবেশী ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নির্দেশে তাঁদের গাড়ির শোরুমে হামলা চালানো হয়। অভিনেত্রীর অভিযোগ হামলাকারীরা তাঁদের গাড়ির শোরুমের বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছেন। শুধু তা-ই নয়, টাকাপয়সাও লুট করে নিয়ে গিয়েছে। তবে এ যেন উলাটপূরাণ। অভিযোগ জানাতে গিয়ে নিজেই গ্রেফতার হলেন মাহি।

শনিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাহিয়া মাহিতে। ওই একই মামলায় অভিযুক্ত তাঁর স্বামী রকিব সরকার পলাতক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানালেন, শনিবার সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশের ফিরলে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বামীর ফেরার কথা ছিল তবে পুলিশের কাছে পালানোর জন্য নাকি সৌদি আরবেই রয়ে গিয়েছেন।

শোরুমে লাদেনের হামলা চালানোর ঘটায় গাজীপুর থানার পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। আর তাতেই বিপত্তি।ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে উল্টে মাহি ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। শুধু তা-ই নয়, জমি দখলের অভিযোগে তাঁদের নামে মামলা করেছেন ইসমাইল হোসেনও। শেষমেশ গ্রেফতার অভিনেত্রী।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Ecuador-Earthquake:জোরালো-ভূমিকম্প-ইকুয়েডরে,-ধ্বংসস্তূপে-চাপা-পড়ে-আহত-প্রায়-৪০০ Read Next

Ecuador Earthquake:জোরালো ভূমিকম্প ...