You will be redirected to an external website

Padma Bridge: ২০২৪ সাল থেকেই পদ্মা সেতু ব্রিজের উপর দিয়ে ছুটবে ট্রেন

রেলপথেও যুক্ত হতে চলেছে পদ্মা সেতু

হাসিনা সরকারের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অন্যতম নিদর্শন হল পদ্মা সেতু (Padma Bridge)। গত বছর পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঢাকার (Dhaka) সঙ্গে ২১টি জেলা সড়কপথে যুক্ত হয়েছে। এবার এক বছরের মধ্যেই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের কথা ঘোষণা করলেন বাংলাদেশের রেল মন্ত্রকের সচিব হুমায়ুন কবীর।

শুক্রবার যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেল মন্ত্রকের সচিব হুমায়ুন কবীর। বেলা ১১টা নাগাদ তিনি বেনাপোল স্টেশনে পৌঁছতেই স্থানীয় প্রশাসন ও রেলকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারপরই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের কথা ঘোষণা করেন রেল সচিব।

 রেলসচিব হুমায়ুন কবীর বলেন, “২০২৪ সাল থেকেই পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা ট্রেন চলাচল করবে।” অবিলম্বে বেনাপোল স্টেশনের আধুনিকীকরণ করা হবে এবং যাত্রীদের আরও সুবিধা দিতে স্টেশনে বিশ্রামগার নির্মাণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন রেল সচিব।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Modi-in-US:-মোদীর-সামনেই-রবীন্দ্রনাথ-ঠাকুরের-কবিতা-আওড়ালেন-মার্কিন-প্রেসিডেন্ট-জো-বাইডেন। Read Next

Modi in US: মোদীর সামনেই রবীন্দ...