এক বছর পূর্ণ করল পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য
১০ অগস্ট বৃহস্পতিবার এক বছর পূর্ণ করল পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। যদিও ছেলের জন্মদিনে সকাল থেকেই মনখারাপ ছিল নায়িকার। একপ্রস্ত কান্নাকাটিও করেছেন। সাধ ছিল স্বামীকে নিয়ে ছেলের এক বছরের জন্মদিন পালন করবেন। কিন্তু, সেই স্বপ্ন পূরণ হয়নি অভিনেত্রীর। জন্মদিনে ছেলের সঙ্গে দেখা করতে আসেন বাবা শরিফুল রাজ। কিন্তু স্বামীর সঙ্গে দেখা করেননি পরীমণি। দরজা বন্ধ করে রেখেছিলেন। মনখারাপ নিয়েই অভিনেত্রী বৃহস্পতিবার ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ঢাকার এক বিলাসবহুল হোটেলে। রাত ৯ টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলের জন্মদিনের অনুষ্ঠানে পরীমণির আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রির বন্ধুরা উপস্থিত ছিলেন। ছেলে জয়কে নিয়ে এসেছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। তবে অনুষ্ঠানে শরিফুল রাজের দেখা মেলেনি। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাবার দেওয়া জুতো পরেই এ দিন অনুষ্ঠানে আসে ছোট্ট রাজ্য। সূত্রের খবর, চোখধাঁধানো এই অনুষ্ঠানের আয়োজনে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করেছেন পরীমণি!