পুরীর জগ্গনাথ দেবের দেখা মিলবে ব্রিটেনে ! সংগৃহীত ছবি
ব্রিটেনের শ্রী জগন্নাথ সোসাইটির তরফে জানানো হয়েছে, ফিটনেস্ট গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা বিশ্বনাথ পট্টনায়েক নামের ওই আন্তর্জাতিক বিনিয়োগকারী ২৫০ কোটির অনুদান দিতে সম্মত হয়েছেন। প্রাথমিক ভাবে ৭০ কোটি টাকা তিনি দেবেন বলে জানা গিয়েছে। ১৫ একর জমিতে ওই মন্দির তৈরি করা হবে। পরিকল্পনাও পাকা হয়ে গিয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন মন্দির নির্মাণের ঘোষণাও করা হয়েছে। এই উপলক্ষে জগন্নাথ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেখানে নিজেদের নাম নথিভুক্ত করেন ৬০০-রও বেশি ভক্ত।
ইতিমধ্যেই লন্ডনের শহরতলী এলাকায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য ১৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। যা ক্রয় করতে ফিননেস্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ৭০ কোটি টাকা ডোনেশনের প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৪ সালের মধ্যে এই জগন্নাথ মন্দিরের প্রথম ধাপের নির্মাণকাজ শেষ করার কথাও জানিয়েছে এই শিল্পপতির সংস্থা।
শিল্পপতির এই প্রতিশ্রুতি নিয়ে আশাবাদী ব্রিটেনের জগন্নাথ সোসাইটির চেয়ারপার্সন ড. সহদেব সোয়াইন। তিনি বলেন, "আমি আশাবাদী লন্ডনের এই জগন্নাথ মন্দিরে ইউরোপে ভগবানের মাহাত্ম্য এবং সংস্কৃতি তুলে ধরবে। এখানকার জগন্নাথ ভক্তদের জন্য সেটি একটি আকর্ষণীয় দর্শনস্থল হয়ে উঠবে।" উল্লেখ্য, তিন বছর আগে ঠিক অক্ষয় তৃতীয়ার দিনই ব্রিটেনে শ্রী জগন্নাথ সোসাইটি গড়ে তোলা হয়েছিল। বর্তমানে লন্ডনে বসবাসকারী অগুন্তি জগন্নাথ ভক্ত এই সোসাইটির সদস্য। ওডিশার শিল্পপতির এই উদ্যোগে খুশি সকলেই। তাঁরা সকলেই চাইছেন পুরীর মতো লন্ডনের টেমসের পাড়েও সাড়ম্বরে পালিত হোক রথযাত্রা উৎসব।
পুরীর মহারাজা দিব্যাসিং দেব এবং মহারানি লীলাবতী পট্টমহাদেই জানিয়েছেন শিল্পতি বিশ্বনাথ পট্টনায়েক ব্রিটেনে মাটিতে মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, লন্ডনের জগন্নাথ মন্দির ইউরোপের জগন্নাথ সংস্কৃতির কেন্দ্রে পরিণত হবে এবং বিশ্বের হাজার হাজার ভক্ত ও পর্যটক প্রভু জগন্নাথের টানে ব্রিটেনে পাড়ি দেবেন। ব্রিটেনও এক তীর্থস্থানে পরিণত হবে