You will be redirected to an external website

হৃদরোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কী অবস্থা তাঁর?

হৃদরোগে আক্রান্ত-রাশিয়ার-প্রেসিডেন্ট-ভ্লাদিমির-পুতিন,-কী-অবস্থা-তাঁর?

মেঝেতে লুটিয়ে পড়ে, ওল্টানো চোখ, হৃদরোগে আক্রান্ত পুতিন

হৃদরোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন সূত্রে খবর, রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন রুশ প্রেসিডেন্ট। বেডরুমের মেঝেতে লুটিয়ে পড়েছিলেন পুতিন। নিরাপত্তারক্ষীরাই তাঁকে ওই অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হয়।

মস্কোর স্থানীয় সময় অনুযায়ী, রাত ৯টা ৫ মিনিট নাগাদ অসুস্থ হয়ে পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট। মাটিতে পড়েছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা হঠাৎ জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। এরপরই ছুটে গিয়ে দেখেন, মাটিতে পড়ে রয়েছেন পুতিন। তাঁর চোখ উল্টে গিয়েছিল।

এসভিআর নামক একটি টেলিগ্রাম চ্যানেলে ক্রেমলিনের অন্দর মহলের তরফে খবর দেওয়া হয়, ৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্টের হৃৎযন্ত্র কয়েক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। পরে চিকিৎসকদের তৎপরতায় ফের হৃৎযন্ত্র সচল করা হয়। যদিও মস্কোর তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Joe-Biden:-অল্পের-জন্য-বিপদ-থেকে-রক্ষা-পেলেন-আমেরিকার-প্রেসিডেন্ট Read Next

Joe Biden: অল্পের জন্য বিপদ থেক...