নির্বাচনে নিজের কেন্দ্রে জিতেছেন শেখ হাসিনা
বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিজের কেন্দ্রে জিতেছেন শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন। তাঁর দলও ফিরতে চলেছে ক্ষমতায়।
প্রধান বিরোধী বিএনপি-সহ একাধিক রাজনৈতিক দল এই ভোট বয়কট করেছিল। ভোটের আগের দিন শনিবার থেকে দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাকও দেয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।
রবিবার সকাল থেকে বিভিন্ন বুথে ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো কম। অশান্তির খবর পাওয়া গিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। একাধিক বুথে ভোট বাতিল করতে হয়েছে। ভোট-হিংসায় প্রাণ গিয়েছে এক জনের। গুলিবিদ্ধ হন দু’জন। বিকেল তিনটে পর্যন্ত ভোটদানের হার ছিল মাত্র ৩৬ শতাংশ। সর্বশেষ ভোটদানের হার ৪০ শতাংশের বেশি।
বিএনপির দাবি, সাধারণ মানুষ এই ‘ভুয়ো ভোট প্রত্যাখ্যান করেছে’। বিএনপি নেতা রহুল কবির রিজ়ভী বলেন, “এক তরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনও ভোটার নাই।” যদিও বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হয়েছে।”
রবিবার রাত পৌনে ৮টা নাগাদ বেসরকারি ভাবে হাসিনার জয়ের খবর জানায় বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-সহ একাধিক সংবাদমাধ্যম। গোপালগঞ্জ-৩ আসনে দাঁড়িয়েছিলেন হাসিনা। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৩০০ জন। এর মধ্যে হাসিনা পেয়েছেন ২ লক্ষ ৪৯ হাজার ৯৬২ ভোট।