নোবেলের দিকে জুতো উড়ে এল বাংলাদেশের কলেজে
‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে সকলের নজরে আসেন তিনি। তার পর ব্যক্তিগত জীবনে তাঁর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর। এমনকি তাঁর ঔদ্ধত্য নিয়েও বিরক্ত ভক্তকুল। আবারও বিতর্কে নোবেল।
বৃহস্পতিবার বাংলাদেশের কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় গায়ককে। সঙ্গীত পরিবেশন করার কথা ছিল তাঁর। সেখানেই ঘটল আর এক কাণ্ড। কিছু দিন আগে প্রকাশ্যে নিজেই স্বীকার করেছিলেন যে অতিরিক্ত নেশার জন্য তাঁর কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। আবারও ঘটল সেই একই ঘটনা। মঞ্চে গান পরিবেশন করার সময় অসংলগ্ন আচরণ করতে দেখা যায় তাঁকে, বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর এমনটাই।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ৯টায় তাঁর স্টেজে ওঠার কথা ছিল। কিন্তু তিনি গান গাইতে ওঠেন রাত ১১টা ২০ মিনিটে। মঞ্চে গান গাইতে গাইতে একটা সময় মাতলামি করা শুরু করেন। শেষে বসে পড়েন। গায়কের এই আচরণে ক্ষুব্ধ শ্রোতারা নোবেলকে লক্ষ করে বোতল ও জুতো ছুড়ে মারতে থাকেন।