You will be redirected to an external website

Tornado: টর্নেডোর কারণে ২৬০০ বিমান বাতিল আমেরিকায়,চূড়ান্ত সতর্কতা জারি

Tornado:-টর্নেডোর-কারণে-২৬০০-বিমান-বাতিল-আমেরিকায়,চূড়ান্ত-সতর্কতা-জারি-

ঝড়ের কারণে আমেরিকায় বিপর্যস্ত বিমান পরিষেবা

ভয়ঙ্কর এবং শক্তিশালী ঝড়ের কারণে আমেরিকায় বিপর্যস্ত বিমান পরিষেবা। সতর্কতামূলক পদক্ষেপ এবং নিরাপত্তার কারণে ২৬০০ বিমান বাতিল হল আমেরিকায়।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ওয়াশিংটন ডিসিতে টর্নেডোর চূড়ান্ত সতর্কতা জারি করেছে। শুধু ওয়াশিংটন ডিসিই নয়, টেনেসি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত আমেরিকার ১০টি স্টেটেও সতর্কতা জারি করা হয়েছে। ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই এই টর্নেডোর প্রভাবে মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় ২ লক্ষ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।

ওয়াশিংটনের উপকূল অঞ্চলগুলি প্লাবিত হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ ক্যারোলাইনায় ঝড়রে সময় গাছ পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। অন্য দিকে, ফ্লোরেন্সে বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। আলাবামা, জর্জিয়া, উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, নিউ জার্সি, ডেলাওয়ার, পেনসিলভেনিয়া, টেনেসি, পশ্চিম ভর্জিনিয়া এবং ভার্জিনিয়ার উপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ায় ১১ লক্ষ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Pori-Moni:-ছেলে-রাজ্যের-জন্মদিনে-এলাহি-আয়োজন-পরীমণির Read Next

Pori Moni: ছেলে রাজ্যের জন্মদি...