You will be redirected to an external website

Earthquake: জোরালো ভূমিকম্পে কাঁপল মরক্কোর মাটি, মৃত অন্তত ২৯৬

Earthquake:-জোরালো-ভূমিকম্পে-কাঁপল-মরক্কোর-মাটি,-মৃত-অন্তত-২৯৬

জোরালো ভূমিকম্পে কাঁপল মরক্কোর মাটি

শুক্রবার মধ্যরাতের সেই ভূমিকম্পে কমপক্ষে ২৯৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু। তবে সরকারি ভাবে হতাহতের কোনও সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

উত্তর আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, রাত ১১টার একটু পরে মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮।

সেই জোরালো ভূমিকম্প আঘাত হানার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মারাকাশের একাধিক বাড়ি। ভাঙা বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Morocco-Earthquake:-মরক্কোর-ভূমিকম্পে-মৃতের-সংখ্যা-২০০০-ছাড়িয়ে-গেল,ধ্বংসস্তূপে-হাহাকার Read Next

Morocco Earthquake: মরক্কোর ভূমিকম্...