You will be redirected to an external website

কেন এমন সিদ্ধান্তে অনড় হলো ইংলিশ প্রিমিয়ার লিগে !

কেন-এমন-সিদ্ধান্তে-অনড়-হলো-ইংলিশ-প্রিমিয়ার-লিগে-!

কোচ ছাঁটাইয়ের হিড়িক পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে । প্রতীকী ছবি

 চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ ছাঁটাইয়ের হিড়িক লেগেছে। ২০২২-২৩ মৌসুমে ১০টি ক্লাব ১২টি কোচ ছাঁটাই করেছে। এক নজরে দেখে নেওয়া যাক, ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কোন ক্লাবের কোচরা ছাঁটাই হয়েছেন। এবারের ছাঁটাইয়ের তালিকায় সর্বপ্রথম ছিলেন বোর্নমাউথ কোচ স্কট পারকার। মৌসুম শুরুর তৃতীয় মাসেই ক্লাবের বাজে পারফরমেন্সের কারণে পারকারকে ছাঁটাই করে বোর্নমাউথ। এরপরই চলে আসে চেলসির কোচ টমাস টুখেলের নাম। গত সেপ্টেম্বরে হঠাৎ এই জার্মান কোচকে বরখাস্ত করে সবাইকে অবাক করে দেন চেলসির নতুন মালিক টড বোয়েলি।

চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও সাউদাম্পটনই একমাত্র ক্লাব যারা দুটি কোচ বরখাস্ত করেছে। আর বাকি ৮ ক্লাব ছাঁটাই করেছে আট কোচকে। ১২ কোচ ছাঁটাইয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ একটি রেকর্ডও গড়ে ফেলেছে। এর আগে এত কোচ এক মৌসুমে কখনও ছাঁটাই হয়নি। এরপর একে একে উলভস, এভারটন, লিডস, অ্যাস্টন ভিলার কোচেরা ছাঁটাই হন।

তবে একই দিকে লেস্টার কোচ ব্রেন্ডন রজার্স ও চেলসি কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করে নতুন রেকর্ডে পা রাখে প্রিমিয়ার লিগ। এর আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ ১০ জন কোচ বরখাস্ত হয়েছিল তিনটি মৌসুমে। সবগুলোই ছিল গেল এক দশকের মধ্যে ২০১৩–১৪, ২০১৭–১৮ ও ২০২১–২২। শুধু যে এই ১২ কোচ ছাঁটাই করেই শেষ হয়ে যাবে কোচ ছাঁটাইয়ের কার্যক্রম এমনটা নয়। এখনও কোচ ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড মোয়েস, নটিংহ্যাম কোচ কিপারকে। এখন দেখার বিষয়, কবে নাগাদ এই কোচগুলো ছাঁটাই হয়।

AUTHOR :

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

সংখ্যালঘু-ইস্যুতে-ভারতকে-দোষারোপ-করার-প্রতিবাদ-করলেন-অর্থমন্ত্রী--নির্মলা-সীতারমন! Read Next

সংখ্যালঘু ইস্যুতে ভারতক...