You will be redirected to an external website

মিশরের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অব দ্য নাইল' দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানালেন প্রেসিডেন্

মিশরের-সর্বোচ্চ-সম্মান-'অর্ডার-অব-দ্য-নাইল'-দিয়ে-প্রধানমন্ত্রী-মোদীকে-সম্মান-জানালেন-প্রেসিডেন্

‘অর্ডার অব দ্য নাইল’-এ ভূষিত করা হল প্রধানমন্ত্রীকে

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ‘অর্ডার অব দ্য নাইল’-এ ভূষিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মিশর সফরের দ্বিতীয় তথা শেষ দিনে, রবিবার (২৫ জুন) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। মিশরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মিশরীয় প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের পর, প্রধানমন্ত্রী মোদীকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন প্রেসিডেন্ট এল সিসি। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসিকে।

‘কিলাদাত এল নাইল’ বা ‘দ্য অর্ডার অব দ্য নাইল’ পুরস্কার-কে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসাবে পুনর্প্রতিষ্ঠা করা হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, প্রথম মহাকাশে পা রাখা নভোশ্চর ইউরি গ্যাগারিন, বাংলাদেশি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সৌদি বাদশা, সৌদ বিন আব্দুলাজিজ আর সৌদ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদরে এই সম্মান জানানো হয়েছে।

এদিন মিশরের রাষ্ট্রপতির সঙ্গে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যোগ দিতে মিশরের প্রেসিডেন্টের প্রাসাদে আসেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠক চলাকালীন, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে একটি মউ স্বাক্ষর করেছেন দুই রাষ্ট্রনেতা। মিশরের প্রেসিডেন্টের প্রাসাদে আসার আগে, এদিন কায়রোর বিখ্যাত আল-হাকিম মসজিদ এবং হেলিওপোলিস ওয়ার মেমোরিয়ালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী। আল-হাকিম মসজিদে অন্তত আধঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Twitter:-দিনে-কটা-টুইট-পড়তে-পারবেন,-ঠিক-করে-দিলেন-ইলন-মাস্ক Read Next

Twitter: দিনে কটা টুইট পড়তে প...