You will be redirected to an external website

‘ছাড়া পেলেই ফের গ্রেপ্তার করব’, ইমরান প্রসঙ্গে বিস্ফোরক পাক স্বরাষ্ট্রমন্ত্রী !

ইমরানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের ! সংগৃহীত ছবি

ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি ইসলামাবাদ হাইকোর্টে হবে বলে জানিয়েছে পাক সুপ্রিম কোর্ট।আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। আর গতকাল, বুধবার তাঁকে ইসলামাবাদ পুলিস লাইনে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়েছিল

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। এর প্রতিবাদে পথে নামে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা PTI। ফলে পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে ওঠে।

এই অবস্থায় পার্টি কর্মীদের মনোভাব চাঙ্গা রাখতে ইমরানের ইনস্টাগ্রাম থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস্’-র ‘হাম দেখেঙ্গে’ সাউন্ডট্র্যাকটি চালানো হয়। উল্লেখ্য, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমায় গত শতাব্দীর ন’-র দশকে কী ভাবে কাশ্মীর উপত্যকায় হিন্দু গণহত্যা হয়েছিল, তা তুলে ধরা হয়েছে।

গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। গত বছরের নভেম্বরে 'হত্যার উদ্দেশ্যে' ইমরান খানের উপর হামলা হয় বলে অভিযোগ ছিল। হামলার পিছনে একজন সামরিক কর্মকর্তা, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ইমরান। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছিল সংশ্লিষ্ট সব তরফেই।হস্পতিবার পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ইমরানের গ্রেপ্তারি বেআইনি। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে মুক্তি দিতে হবে পিটিআই নেতাকে। 

AUTHOR :Rita Ghosh

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

প্রতি-দিন-চাই-চার-লক্ষ-টাকার-মাদক!-বিস্ফোরক-নোবেলের-স্ত্রী Read Next

প্রতি দিন চাই চার লক্ষ টা...