You will be redirected to an external website

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, সীমান্তের কাছে আফগানিস্তান এবং তাজিকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়

ভূমিকম্পে-কাঁপল-আফগানিস্তান,-সীমান্তের-কাছে-আফগানিস্তান-এবং-তাজিকিস্তানে-ভূমিকম্প-অনুভূত-হয়

বৃহস্পতিবার সকাল ৬টা ৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়

ভূকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার সকালে চিনা সীমান্তের কাছে আফগানিস্তান এবং তাজিকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৬টা ৭ মিনিটে আফগানিস্তান এবং তাজিকিস্তানের মাটি কেঁপে ওঠে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শকে কেঁপে ওঠে ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। দ্বিতীয় কম্পনের কিছু ক্ষণ পর আবার একটি আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। যার ফলে প্রায় ৪১ হাজার মানুষের মৃত্যু হয়। উদ্ধারকাজ এখনও চলছে।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

মৃত্যুপুরী-তুরস্ক,-মৃতের-সংখ্যা-ছাড়াল-৫০-হাজার!-ধ্বংসের-মধ্যেই-শুরু-নতুন-নির্মাণের-কাজ Read Next

মৃত্যুপুরী তুরস্ক, মৃতে...