You will be redirected to an external website

প্রধানমন্ত্রীর বক্তৃতা সভায় জরালো শব্দে কাঁপলো মঞ্চ !

প্রধানমন্ত্রীর-বক্তৃতা-সভায়-জরালো-শব্দে-কাঁপলো-মঞ্চ-!

জাপানের প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই ঘটল অঘটন । সংগৃহীত ছবি

এবার প্রাণঘাতী হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের ওয়াকায়ামায় একটি সভায় বক্তৃতা করার সময় শনিবার মঞ্চের সামনেই বিস্ফোরণ ঘটে। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে।

শনিবার ওয়াকায়ামা শহরে বক্তৃতার সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে একটি পাইপের মতো বস্তু নিক্ষেপ করা হয়েছিল। ঘটনাস্থলে বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী কিশিদাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। ঘটনার পরেই দ্রুত কিশিদাকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। আটক করা হয় এক সন্দেহভাজন ব্যক্তিকে।

শনিবার জাপানের ওয়াকামার বন্দরে বক্তব্য রাখছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তাঁকে লক্ষ্য করে ‘স্মোক’ বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বিকট শব্দে বিস্ফোরণ হতেই প্রধানমন্ত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই সূত্রের খবর। জাপানের সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। বিস্ফোরণ হতেই হুড়োহুড়ি পড়ে যায়। এক ব্যক্তিকে আটকও করা হয়েছে। তবে বিস্ফোরণ সম্পর্কে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

AUTHOR :Rita Ghosh

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

৬৩-বছর-বয়সে-ফুটফুটে-কন্যার-বাবা-হলেন-গায়ক!-স্ত্রীর-বয়স-কত? Read Next

৬৩ বছর বয়সে ফুটফুটে কন্য...