টুইটারের ওয়েব ভার্সনে বদলে গেল লোগো । সংগৃহীত ছবি
ফের টুইটারে নতুন আপডেট আনলেন এলন মাস্ক। মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে টুইটারে লোগো হিসাবে ব্যবহৃত নীল পাখির পরিবর্তন করা হয়েছে। সেই জায়গায় ব্যবহার করা হয়েছে কুকুরের মিমকে। আর এই পরিবর্তনটি করেছেন টুইটার কর্তা এলন মাস্ক নিজে।
এই কুকুরের ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ার ব্যবহাকারীরা অনেকেই পরিচিত। বিভিন্ন মিমে এই কুকুরের মুখটি ব্যবহার হয়ে থাকে। ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির সেই কুকুরের ছবি দিয়ে আইকনিক ব্লু বার্ড লোগে পরিবর্তন করলেন টুইটার সিইও। আগে হোম বাটন হিসেব এই ব্লু বার্ড দেখা যেত। এখন থেকে টুইটারের হোম বাটনে চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছে ডোজকয়েন ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির কুকুরটি। সোমবারই টুইটার ব্যবহারকারীরা লক্ষ্য করেন ওয়েব ভার্সনে লোগো বদলে হয়েছে শিবা ইনু। তবে শুধুমাত্র টুইটার ওয়েবের ক্ষেত্রেই এই পরিবর্তন এসেছে। টুইটার মোবাইল অ্য়াপে লোগোর কোনও বদল হয়নি।
ইলন মাস্ক নিজেই এই লোগো পরিবর্তন করার কথা টুইট করে জানান। টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানেই এই পরিবর্তনের আভাস দেন। ইউজারদের মধ্যে নয়া লোগো নিয়ে জল্পনা শুরু হতেই আসরে নামেন মাস্ক। একটি ছবি টুইট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তাঁর ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নয়া লোগো বলছে, “ওটা আসলে পুরনো ছবি।”ডেস্কটপের ক্ষেত্রে পরিবর্তিত হলেও, টুইটারের মোবাইল অ্যাপের ক্ষেত্রে কোনও পরিবর্তন করেননি মাস্ক। টুইটারের কর্ণধার এলন মাস্ক টুইট করে জানিয়েছেন, প্রতিশ্রুতি মতোই পরিবর্তিত হল।