You will be redirected to an external website

খাঁচার ভিতর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ! একঘেয়েমি কাটাতে রোপণ করেছেন গৃহশিক্ষক

খাঁচার-ভিতর-বিশ্বের-সবচেয়ে-বিপজ্জনক-গাছ!-একঘেয়েমি-কাটাতে-রোপণ-করেছেন-গৃহশিক্ষক

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ!

কেবল মাত্র বাড়িতে বসে একঘেয়ে লাগছিল বলে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ রোপণ করে বসলেন ব্রিটেনের এক বাসিন্দা। ওই ব্রিটিশ নাগরিকের নাম ড্যানিয়েল এমলিন-জোনস। ড্যানিয়েল বাড়িতেই রোপণ করেছেন পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছ ‘জিম্পি-জিম্পি’, যা পরিচিত ‘অস্ট্রেলিয়ান স্টিঙ্গিং ট্রি’ নামেও। এই গাছের এক হুলে মাসের পর মাস ব্যথায় কাতরাতে থাকেন এক জন সুস্থ-সবল মানুষ। এমনকি এই গাছের হুল শরীরে ফুটলে এতটাই যন্ত্রণা হয় যে, মানুষের মনে আত্মহত্যার চিন্তাও আসে।

সেই সব বিপদের কথা জেনেও পেশায় গৃহশিক্ষক ৪৯ বছর বয়সি ড্যানিয়েল তাঁর বাড়িতে ‘জিম্পি-জিম্পি’ গাছ রোপন করেছেন। তবে বাড়ির মধ্যে গাছটিকে অতি যত্নে এবং সাবধানেই রাখা হয়েছে। গাছটি সকলের নাগালের বাইরে রাখতে একটি খাঁচার ভিতরে রাখা হয়েছে ওই গাছটিকে। খাঁচার বাইরে ‘বিপজ্জনক’ লিখে সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলেও ড্যানিয়েল জানিয়েছেন।

ড্যানিয়েল ব্রিটিশ সংবাদপত্র মেট্রোকে জানিয়েছেন যে তিনি বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে পড়েছিলেন। তাই ঠিক করেন জীবনে সাহসী কিছু কাজ করবেন। আর তার পরই ‘জিম্পি-জিম্পি’ রোপণের সিদ্ধান্ত নেন।

তবে এই গাছের বীজ সস্তায় পাওয়া যাবে না। ভারতীয় মুদ্রায় এই গাছের এক একটি বীজের দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

বৌমা-সন্তানধারণে-অক্ষম,-ছেলের-সন্তান-নিজের-গর্ভেই-ধারণ-করলেন-বছর-৫৬-এর-প্রৌঢ়া Read Next

বৌমা সন্তানধারণে অক্ষম, ...