You will be redirected to an external website

মৃত্যুর অপেক্ষায় রয়েছেন সারেগামাপা এর চ্যাম্পিয়ান মেইনুল হাসান নোবেল !কেন এমন মন্তব্য তার?

মৃত্যুর-অপেক্ষায়-রয়েছেন-সারেগামাপা-এর-চ্যাম্পিয়ান-মেইনুল-হাসান-নোবেল-!কেন-এমন-মন্তব্য-তার?

নোবেলের নতুন পোষ্ট নিয়ে শোরগোল নেটদুনিয়াই । সংগৃহীত ছবি


একসময় গানের জন্য়ই সাধারণের মনের কাছে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের গায়ক নোবেল। যার এদেশে এন্ট্রি রিয়্যালিটি শো সারেগামাপা থেকে। তবে যত দিন এগিয়েছে, নোবেল একের পর এক বিতর্কের মুখে পড়েছেন। কখনও রবিঠাকুরের গানের অপমান, তো কখনও প্রাক্তন স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি। কখনও আবার ব্যক্তিগত জীবনের নানা কথা নিজেই প্রকাশ্যে এনে বার বার বিতর্ককে কাছে ডেকেছেন। আর এবার ফেসবুক পোস্টে মৃত্যুর কথা লিখে শোরগোল ফেলে দিলেন নোবেল।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন নোবেল। যেখানে তিনি লিখেছেন, ”সব অপ্রত্যাশিত ঘটনাগুলো আমার জীবনে ঘটে চলেছে। হৃদয় ভেঙেছে, ড্রাগস ও মাদক এসেছে। মাথায় ৭০টা সেলাই। এসব দেখে প্রাক্তন স্ত্রী খুশি হয়েছে। কেরিয়ার নষ্ট হয়েছে। এখন শুধু একটা জিনিসের অপেক্ষা। তা হল মৃত্যু। প্রিয় এবার তুমি আসতে পার। তোমার জন্য আমি তৈরি!”

নোবেলের এই পোস্ট দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ মনে করছেন এটা একেবারে পাবলিসিটি স্টান্ট। অনুরাগীরা অবশ্য় নোবেলের এমন পোস্ট দেখে দুশ্চিন্তায় রয়েছন ।

AUTHOR :Rita Ghosh

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

অস্ট্রেলিয়া-উপকূলে-দশকের-সবচেয়ে-শক্তিশালী-ঘূর্ণিঝড়-'ইলসা'! Read Next

অস্ট্রেলিয়া উপকূলে দশকে...