You will be redirected to an external website

kidney Donor:ক্যাবচালকের কিডনি দিয়েই নতুন জীবন শুরু করলেন যাত্রী

kidney-Donor:ক্যাবচালকের-কিডনি-দিয়েই-নতুন-জীবন-শুরু-করলেন-যাত্রী

ক্যাবচালকের কিডনি দিয়েই নতুন জীবন শুরু করলেন যাত্রী

ফ্লোরিডার বাসিন্দা ৭২ বছর বয়সি বিল সামিয়েল কয়েক বছর ধরে কিডনির অসুখে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, বিলের একটি কিডনি নষ্ট। কিডনি প্রতিস্থাপন করানো ছাড়া উপায় নেই। চিকিৎসক বলেই দিয়েছেন, যত দ্রুত সম্ভব কিডনিদাতা জোগাড় করতে। গত ৩ বছর ধরে খুঁজেও কোনও কিডনিদাতা পাননি বিল। নিয়মিত ডায়ালিসিস করাতে হাসপাতালে যেতে হয় তাঁকে।

তেমনই এক দিন ডায়ালিসিস সেরে, হাসপাতাল থেকে ক্যাবে করে বাড়ি ফিরছিলেন বিল। গাড়ির চালক ৩৫ বছর বয়সি টিম লেটসের সঙ্গে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা ভাগ করে নেন। তিনি যে কিডনিদাতা খুঁজছেন, কথায় কথায় তা-ও বলেন। টিম এক জন প্রাক্তন সেনা। চাকরি ছেড়েছেন বহু দিন হল। এখন অবসরে ক্যাব চালান। বাকি সময়ে মাছ বিক্রি করেন।

বিলের কথা শুনে টিমের খারাপ লাগে। হাসপাতাল থেকে গন্তব্যে পৌঁছনোর পর টিম বিলকে জানান, তিনি কিডনি দিতে চান। এ কথা শুনে আকাশ থেকে পড়েন বিল। আধ ঘণ্টার পরিচয়ে কোনও মানুষ তাঁকে কিডনি দান করতে চাইছে, এ কথা শুনে বিস্মিত হন তিনি। টিম নিজের ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে আসেন বিলকে। চিকিৎসককে বিল জানান যে তিনি কিডনিদাতা পেয়েছেন। চিকিৎসকের বলে দেওয়া নির্দিষ্ট দিনে দু’জনেই হাসপাতালে ভর্তি হন। এবং অস্ত্রোপচার হয়। নতুন জীবন পাওয়ার পর বিল বলেন, ‘‘এখন থেকে টিম আমার ছেলে। ও না থাকলে আর হয়তো বেশি দিন পৃথিবীতে থাকা হত না।’’ এক জনের প্রাণ বাঁচাতে পেরে টিমও অত্যন্ত খুশি। তাঁর কথায়, ‘‘গাড়িতে বিলের কথা শুনেই আমার কিডনি দেওয়ার কথা মনে হয়েছিল। আমার জন্য যদি এক জন মানুষের প্রাণ বাঁচে, তার চেয়ে ভাল তো আর কিছু হতে পারে না।’’

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

কর্মস্থলে-ধূমপান--করায়-জাপানের-এক-ব্যাক্তির-শাস্তি-হিসাবে-জরিমানা-প্রায়-১১লক্ষ-৭৭হাজার-টাকা-
Read Next

কর্মস্থলে ধূমপান করায় জ...