You will be redirected to an external website

Alaska Airlines: ১৭ হাজার ফুট উঁচুতে ছিটকে বেরিয়ে গেল বিমানের দরজা! ভিতরে ১৭৭ যাত্রী

Alaska-Airlines:-১৭-হাজার-ফুট-উঁচুতে-ছিটকে-বেরিয়ে-গেল-বিমানের-দরজা!-ভিতরে-১৭৭-যাত্রী

বিমান তখন ১৭ হাজার ফুট উঁচুতে

বিমান তখন ১৭ হাজার ফুট উঁচুতে। ভিতরে ১৭৭ জন যাত্রী। আচমকাই জোর একটা আওয়াজ পেয়ে চমকে উঠেছিলেন তাঁরা। তার পরই বিমানের ভিতরে হু হু করে হাওয়া ঢুকতে শুরু করল। তত ক্ষণে যাত্রীরা জেনে গিয়েছিলেন কী বড় বিপদ ঘটেছে। মাঝ আকাশেই বিমানের একটি দরজা খুলে ছিটকে বেরিয়ে গিয়েছিল।

বিষয়টি জানার পরই পাইলট আপৎকালীন অবতরণের অনুমতি চাইলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে। সেই অনুমতি পেয়েই বিমানের মুখ ঘুরিয়ে ১৭৭ যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদে বিমানটিকে অবতরণ করালেন তিনি। বিমানটি রানওয়ের মাটি ছুঁতেই হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। ঘটনাটি আমেরিকার।

আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানটি ১৭১ জন যাত্রী এবং ৬ বিমানকর্মীকে নিয়ে অন্টারিয়ো যাচ্ছিল। পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে বিমানটি উড়েছিল। কিন্তু ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিমানের দরজা ছিটকে বেরিয়ে যায়। বিমানটি তখন ১৬ হাজার ৩২৭ ফুট উঁচুতে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Sheikh-Hasina:-‘ভারত-বিশ্বাসী-বন্ধু,-বাংলাদেশের-নির্বাচনের-দিন-বার্তা-হাসিনার Read Next

Sheikh Hasina: ‘ভারত বিশ্বাসী বন্...