You will be redirected to an external website

দৈর্ঘ্যে ১৫০ ফুট, এত লম্বা দাড়ি! রেকর্ড ভেঙে দিলেন ওই ৩ ব্যক্তি

দৈর্ঘ্যে-১৫০-ফুট,-এত-লম্বা-দাড়ি!-রেকর্ড-ভেঙে-দিলেন-ওই-৩-ব্যক্তি

প্রতিযোগিতার আসরে দাঁড়িয়েছিলেন ওই তিন ব্যক্তি

তিন জনের দাড়ি একে অপরের সঙ্গে বাঁধা রয়েছে। তিন জনের মিলিত দাড়ির এই শৃঙ্খল (বিয়ার্ড চেন) লম্বায় ১৫০ ফুট। পৃথিবীতে এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা দাড়ির নজির গড়ে ফেলেছেন ওই তিন ব্যক্তি। অতীতে লম্বা দাড়ির দৈর্ঘ্য ছিল ৭০ ফুট। আমেরিকার ওয়াইমিংয়ে বসেছিল ‘ন্যাশনাল বিয়ার্ড অ্যান্ড মুস্টাচ চ্যাম্পিয়নশিপ’-এর আসর। সেখানেই দাড়ি নিয়ে কেরামতি দেখালেন ওই তিন ব্যক্তি।

বিয়ার্ড চেন তৈরির জন্য প্রতিযোগিতার আসরে প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই তিন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়েছিলেন। একে অপরের দাড়ি বাঁধা ছিল। তিন ব্যক্তির মধ্যে জন আব্রাহাম সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি। আমরা একটা রেকর্ড তৈরি করলাম।’’

এর আগে সবচেয়ে লম্বা দাড়ির নজির গড়েছিলেন জার্মানির একটি ক্লাবের সদস্যরা। ২০০৭ সালে তাঁরা সবচেয়ে লম্বা বিয়ার্ড চেন তৈরি করেছিলেন। সে বার প্রতিযোগিতায় ২০ জন অংশ নিয়েছিলেন। ২০ জনের বিয়ার্ড চেনটি লম্বায় ছিল ৬২ ফুট ৬ ইঞ্চি। এক দশকেরও বেশি সময় পর সেই নজির ভেঙে গেল।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

৩১৭-কেজি-ওজন-ছিল,-দু’শো-কেজির-বেশি-ওজন-কমিয়ে-এখন-ঝরঝরে-তরুণী,-কী-ভাবে-কমল-এত-ওজন? Read Next

৩১৭ কেজি ওজন ছিল, দু’শো ক...