You will be redirected to an external website

Earthquake: জাপানের বেশ কয়েকটি উপকূলে, উত্তাল সমুদ্র, দেড় ঘণ্টায় ২০ বার কম্পন

Earthquake:-জাপানের-বেশ-কয়েকটি-উপকূলে,-উত্তাল-সমুদ্র,-দেড়-ঘণ্টায়-২০-বার-কম্পন

উপকূল এলাকায় সোমবার আছড়ে পড়েছে সুনামি

জাপানের বেশ কয়েকটি উপকূল এলাকায় সোমবার আছড়ে পড়েছে সুনামি। স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, উপকূল সংলগ্ন একাধিক শহরে সুনামি দেখা গিয়েছে। ফুঁসে উঠেছে সমুদ্র। অন্তত পাঁচ মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা হতে পারে বলে সতর্ক করেছে জাপানের মৌসম ভবন।

স্থানীয় সময় বিকেল ৪টে ৬ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার মধ্যে অন্তত ২০ বার ভূমিকম্প হয়েছে জাপানে। প্রতি ক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ বা তার বেশি।

সোমবার জাপানের পশ্চিম উপকূলে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। তার পরেই দেশের উত্তর-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করে জাপানের মৌসম ভবন। জাপানের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাশিয়াতেও পূর্ব উপকূলের কিছু কিছু জায়গায় সুনামি সতর্কতা জারি করে দিয়েছে সে দেশের প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্লাদিভসতক এবং নাখোদকা শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Bangladesh-General-Election:-বাংলাদেশে-৪৮-ঘণ্টার-ধর্মঘট-শুরু-করল-খালেদার-দল! Read Next

Bangladesh General Election: বাংলাদেশে ৪৮ ...