You will be redirected to an external website

বন্যায় দুবাই বিমানবন্দরে আটকে ভারতের দুই কুস্তিগির,বন্যায় বিপর্যস্ত দুবাই

বন্যায়-দুবাই-বিমানবন্দরে-আটকে-ভারতের-দুই-কুস্তিগির,বন্যায়-বিপর্যস্ত-দুবাই

বন্যায় দুবাই বিমানবন্দরে আটকে ভারতের দুই কুস্তিগির

প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে অংশ নিতে কিরগিজস্তানের বিশখেকে যাওয়ার কথা ছিল ভারতের দুই কুস্তিগির দীপক পুনিয়া ও সুজিত কলকলের। কিন্তু দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন তাঁরা। বন্যায় বিপর্যস্ত দুবাই। 

মঙ্গলবার থেকে দুবাইয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি সরকার জানিয়েছে, ২৪ ঘণ্টায় ২৫৯.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা সে দেশের ৭৫ বছরের ইতিহাসে সব থেকে বেশি। ফলে দুবাইয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জল ঢুকে পড়েছে বিমানবন্দরেও। এখনও পর্যন্ত ৩০০টি বিমান বাতিল করা হয়েছে। সমস্যায় পড়েছেন যাত্রীরা।

বিশখেকে এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফাইং প্রতিযোগিতায় ৮৬ কেজি বিভাগে দীপক ও ৬৫ কেজি বিভাগে সুজিতের নামার কথা। শুক্রবার সকাল ৮টা থেকে সেই প্রতিযোগিতা শুরু। কিন্তু দুবাই থেকে কোনও বিমান উড়বে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাঁরা চেষ্টা করছেন দুবাই থেকে ভোর সাড়ে ৪টের মধ্যে কোনও বিমান ধরার। 

দুবাই বিমানবন্দরে দুই কুস্তিগিরের সঙ্গে রয়েছেন তাঁদের কোচ কামাল মালিকভ ও ফিজিয়ো শুভম গুপ্ত। তাঁরাও আটকে পড়েছেন। দীপক ও সুজিতের সঙ্গে বিশখেকের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বিনেশ ফোগটেরও। তিনি দিল্লি থেকে সেখানে গিয়েছেন। কিন্তু দীপক ও সুজিত রাশিয়ার অনুশীলন করছিলেন। সেখান থেকে ১৬ এপ্রিল রওনা দেন তাঁরা। দুবাই হয়ে বিশখেক যাওয়া ছাড়া কোনও উপায় নেই তাঁদের। 

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

Elon-Musk:-ভারত-সফর-বাতিলের-পরেই-চিনে-মাস্ক Read Next

Elon Musk: ভারত সফর বাতিলের পরে...