You will be redirected to an external website

পাকিস্তানে নির্মিত হিন্দু মন্দিরগুলির সৌন্দর্য দেখলে মুগ্ধ হবেন আপনি

পাকিস্তানে-নির্মিত-হিন্দু-মন্দিরগুলির-সৌন্দর্য-দেখলে-মুগ্ধ-হবেন-আপনি

হিন্দু মন্দিরগুলির সৌন্দর্য দেখলে মুগ্ধ হবেন আপনি

খণ্ড খণ্ড হওয়ার পরে ভারত থেকে জন্ম নিয়েছে পাকিস্তান, বাংলাদেশ। একই দেশ হওয়ার দরুন প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের মধ্যে বিশেষ নানা দিক আছে। দুই দেশের মধ্যে অনেক মিলও দেখা যায়। আপনি যদি পাকিস্তানের পরিসংখ্যানও দেখেন, তা হলে সেখানেও আপনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংযোগ দেখতে পাবেন। পাকিস্তানে মূলত ইসলামে বিশ্বাসী মানুষজন বাস করলেও, সেখানে মন্দির ব্রাত্য নয়। কারণ সেই দেশের নানা জায়গায় রয়েছে চোখ ধাঁধানো মন্দির। 

গোরক্ষনাথ মন্দির

গোরক্ষনাথ মন্দিরও পাকিস্তানের অন্যতম বিখ্যাত মন্দির। দেশে বসবাস করে এমন বেশ কিছু মানুষ আবার গোরক্ষনাথ দেবতার ভক্ত। সেই গোরক্ষনাথ দেবতার ভক্তরা মন্দিরে দর্শনের জন্য আসেন। কথিত আছে যে, এই মন্দিরটি বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল, কিন্তু ২০১১ সালে মন্দিরটি আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দির

পাকিস্তানের করাচিতে নির্মিত শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দিরটি খুবই অনন্য। বহু বছরের পুরনো এই মন্দিরটি আকারে খুব বড় এবং স্থাপত্যও সুন্দর। মন্দিরের আয়তন দেখেই এ কথা আন্দাজ করা যায়, এটি নির্মাণে কত সময় লেগেছে। শোনা যায় যে, এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৩ বছর।

শিব মন্দির

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত শিব মন্দিরের ইতিহাসও অনেক পুরনো। ভারত ও পাকিস্তান বিভক্তির কারণে এই মন্দিরে ভক্তের সংখ্যা অনেক কমে যায়। ফলে এই মন্দির এখন অনেক বেশি শান্ত ও নির্জন।

কাটাস রাজ মন্দির

পাকিস্তানের পাঞ্জাবের চকওয়াল জেলায় নির্মিত কাটাস রাজ মন্দিরটি বিশেষ কারণ ১১২ জন ভারতীয় তীর্থযাত্রী এখানে দেখার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছিল। কয়েক বছর আগে নির্মিত এই মন্দিরের সঙ্গে সম্পর্কিত পান্ডবদের নানা গল্প বেশ বিখ্যাত।

AUTHOR :RIMA

১৫-মিনিটের-ভাড়া-৩৩-লক্ষ-টাকা!-উবেরে-চেপে-ঘটি-বাটি-বিক্রি-হওয়ার-জোগাড়-যুবকের Read Previous

১৫ মিনিটের ভাড়া ৩৩ লক্ষ ...

‘অভিশাপে’র-অবসান!-১৩৮-বছর-পর-কন্যাসন্তান-জন্ম-নিল-এই-পরিবারে Read Next

‘অভিশাপে’র অবসান! ১৩৮ বছ...