You will be redirected to an external website

Aloe Vera Gel:অ্যালোভেরার ফেস মাস্ক ব্যবহার করলে দূরে থাকতে পারে ত্বকের ৫টি সমস্যা

Aloe-Vera-Gel:অ্যালোভেরার-ফেস-মাস্ক-ব্যবহার-করলে-দূরে-থাকতে-পারে-ত্বকের-৫টি-সমস্যা

অ্যালোভেরার ফেস মাস্ক ব্যবহার করলে দূরে থাকতে পারে ত্বকের ৫টি সমস্যা

রোজ অ্যালোভেরার ফেস মাস্ক ব্যবহার করলে দূরে থাকতে পারে ত্বকের ৫টি সমস্যা। অর্থাৎ, একটা উপাদান দিয়েই ত্বকের পাঁচটি সমস্যার সঙ্গে লড়াই করতে পারবেন। কিন্তু এই ফেস মাস্ক বানাবেন কীভাবে? আর কোন ৫টি সমস্যার বিরুদ্ধে ব্যবহার করবেন অ্যালোভেরার ফেস মাস্ক? এই সব প্রশ্নে‌র উত্তর রইল আপনার জন্য।

স্ট্রেচ মার্কস থেকে মুক্তি দেয়: ওজন বাড়লে হাত ও পায়ে স্ট্রেচ মার্কস দেখা দেয়। আবার অন্তঃসত্ত্বা অবস্থায় তলপেটে স্ট্রেচ মার্কস বাড়ে। নিয়মিত ত্বকের উপর অ্যালোভেরা জেল ব্যবহার করলে এই স্ট্রেচ মার্কস থেকে মুক্তি পাবেন। অ্যালোভেরা জেল ত্বককে কোমল করে তুলতে সাহায্য করে।

ফাটা ঠোঁটের সমস্যা: গ্রীষ্মকালেও ঠোঁট শুকিয়ে যায়। ঠোঁট ফেটে যায়। ঠোঁটের উপর অ্যালোভেরা জেল প্রয়োগ করলে, এটি ঠোঁটের কোমলতা বজায় রাখতে সাহায্য করবে। অ্যালোভেরার মধ্যে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে, যা ঠোঁটকে নরম ও কোমল রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে মাখতে পারেন।

শুষ্ক ত্বকের সমস্যা দূর করে: অনেকেই ড্রাই স্কিনের সমস্যায় ভোগেন। অ্যালোভেরা জেল মাখলে এই শুষ্ক ত্বকের সমস্যা থেকেও মুক্তি পাবেন। অ্যালোভেরার মধ্যে হাইড্রেটিং উপাদান রয়েছে, যা ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়। প্রতিদিন মুখে অ্যালোভেরা জেল মাখলে আর কোনও ফেস ক্রিমের প্রয়োজন পড়বে না।

ডার্ক সার্কেল দূর করে: অ্যালোভেরার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে অ্যালোভেরা জেল মালিশ করুন। কয়েক দিনের মধ্যেই আপনি পার্থক্য দেখতে পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss-Tips:-সকালে-উঠে-এই-পানীয়তে-চুমুক-দিলেই-উধাও-হবে-পেটের-মেদ Read Next

Weight Loss Tips: সকালে উঠে এই পানী...