You will be redirected to an external website

Indoor Plants:বন্ধ ঘরের স্যাঁতসেঁতে, ভ্যাপসা গন্ধ দূর করবে ৫ ধরনের গাছ

Indoor-Plants:বন্ধ-ঘরের-স্যাঁতসেঁতে,-ভ্যাপসা-গন্ধ-দূর-করবে-৫-ধরনের-গাছ

বন্ধ ঘরের স্যাঁতসেঁতে, ভ্যাপসা গন্ধ দূর করবে ৫ ধরনের গাছ

 বৃষ্টির জলের ছাট লেগে কাঠের দরজা, জানলা সারা ক্ষণই ভিজে থাকছে। জলের মধ্যে জীবাণুনাশক দিয়ে যত বারই ঘর মোছা হোক, মেঝে চট চট করছে। এই সময়ে যেহেতু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাই এমন সমস্যা হওয়া স্বাভাবিক। পুরনো আমলের বাড়ি হলে তো কথাই নেই। ড্যাম্প ধরা দেওয়াল থেকেও ঘরের ভিতর ভিজে ভিজে ভাব ঠেকে। এই সমস্যা থেকে মুক্তি দিয়ে পারে কয়েকটি গাছ। অল্প খরচে, স্বল্প পরিচর্চায় বেড়ে ওঠে তেমন কয়েকটি গাছের সন্ধান রইল এখানে।

১) বস্টন ফার্ন

ঘরের স্যাঁতসেতে ভাব দূর করতে পারে জানালার এক কোনে বস্টন ফার্ন রাখা যেতেই পারে। প্রাকৃতিক ‘হিউমিডিফায়ার’ হিসাবে দারুণ কাজের এই গাছটি। হেঁশেল বা স্নানঘরের শোভা বৃদ্ধি করার পাশাপাশি বর্ষার ভ্যাপসা গন্ধ শুষে নেবে এই ফার্ন।

২) স্পাইডার প্ল্যান্ট

অল্প যত্নে, খুব সহজে বেড়ে ওঠে স্পাইডার প্ল্যান্ট। সারা ক্ষণ এসি চললে ঘরের মধ্যে শুষ্ক আবহাওয়া তৈরি হয়, স্পাইডার প্ল্যান্ট থাকলে তেমন সমস্যা হবে না। পাশাপাশি ঘরের বাতাস দূষণমুক্ত রাখতেও এই গাছের জুড়ি মেলা ভার।

৩) পিস লিলি

সুন্দর সাদা ফুল ফোটে। ঘরের কোনে রাখলে শোভাও বৃদ্ধি পায়। আবার, পুরনো বাড়ির স্যাঁতসেঁতে দেওয়াল, আবহাওয়া থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে এই গাছটি।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Read Next

Summer Skincare:ত্বকের কোন কোন সমস...