এক চামচ কফিতেই হবে মুশকিল আসান
আবহাওয়ার এই খামখেয়ালিপনায় চুল আর মাথায় থাকতে চাইছে না। আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল উঠে হাতে চলে আসছে। যদিও চুল ওঠার জন্য একা আবহাওয়াকে দায়ী করা যায় না। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, কারও কারও ক্ষেত্রে শারীরিক এবং জিনঘটিত সমস্যাও থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম প্রসাধনী, নামীদামি সংস্থার তেল ব্যবহার করেও লাভের লাভ কিছুই হচ্ছে না? এ ক্ষেত্রে আপনার মুশকিল আসান হতে পারে কফি দিয়ে।
শুধু ত্বকে নয়, নজর কাড়তে চুলেও চাই জেল্লা। ঝলমলে চুল পেতে এই মাস্কটি ব্যবহার করতে পারেন। এই মাস্কটি বানাতে লাগবে ২ টেবিল চামচ কফি এবং ২ টেবিল চামচ মধু। এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। মাথার ত্বক এং চুলের গোড়ায় প্যাকটি লাগিয়ে কিছু ক্ষণ রাখুন। আধ ঘণ্টা বাদে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারেন। অনেকের ভিড়েও আলাদা করে নজর টানবে আপনার চুল।
সারা বছর ধরে চুল ঝরলেও বর্ষায় এই সমস্যা যেন আরও বেড়ে যায়। ঘন চুল পেতে ব্যবহার করতে পারেন কফির এই মাস্কটি। কফি পাউডার, লেবুর রস, দারচিনি গুঁড়ো— সবগুলি একসঙ্গে দিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। তার পর শ্যাম্পু করার পর ভেজা চুলে মেখে নিন এই প্যাকটি। মিলবে সুফল।