You will be redirected to an external website

Quick Skin Care: ত্বকে চটজলদি জেল্লা পেতে মেনে চলুন এই রুটিন...

Quick-Skin-Care:-ত্বকে-চটজলদি-জেল্লা-পেতে-মেনে-চলুন-এই-রুটিন...

ত্বকে চটজলদি জেল্লা পেতে মেনে চলুন এই রুটিন

বর্ষায় হারিয়েছে ত্বকের জেল্লা। শুধু তাই-ই নয়, বেড়েছে অন্যান্য সমস্যাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে ত্বকের যত্ন নিলে কাজ হলে তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। আর আজকাল মানুষের হাতে সময়ও কম। তাই এমন কিছু চাই যাতে সময়ও কম লাগবে আর ফলও পাওয়া যাবে তাড়াতাড়ি।

লেবু ও মধু:

উজ্জ্বল ত্বকের জন্য লেবু ও মধু প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। লেবু উজ্জ্বলতা আনে যখন মধু আর্দ্রতা প্রদান করে। এক চা চামচ মধুতে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে মুখে লাগান। পরে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন এবং পার্থক্যটি দেখুন।

গোলাপ জল:

গোলাপের পাপড়িতে এমন উপাদান রয়েছে যা ত্বককে সতেজ রাখে। বাজারে পাওয়া গোলাপজলের বদলে ঘরেই বানিয়ে ফেলুন। গোলাপের পাতা পিষে জলে এর রস মিশিয়ে নিন। এটি একটি স্প্রে বোতলে রাখুন এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। এই জল ফেসিয়ালেও ব্যবহার করতে পারেন।

দুধের মাস্ক:

ভিটামিন ডি, বি৬, বি ১২ ছাড়াও দুধে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। এটি কেবল স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকে জেল্লাদার আভা এনে দিতেও সাহায্য করে। দুধে তুলো ভিজিয়ে মুখে লাগাতে হবে। এভাবে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই রুটিন মানলেই উপকার পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Ziro-Valley:-দার্জিলিং-সিকিম-ছেড়ে-পাড়ি-দিন-জিরো-ভ্যালিতে,-নিরাশ-হবেন-না... Read Next

Ziro Valley: দার্জিলিং-সিকিম ছে...