You will be redirected to an external website

Acne Prone Skin:ব্রণ ভরা ক্ষত-বিক্ষত মুখে রং মাখতে ভয়?সামাল দেবেন কী ভাবে?

Acne-Prone-Skin:ব্রণ-ভরা-ক্ষত-বিক্ষত-মুখে-রং-মাখতে-ভয়?সামাল-দেবেন-কী-ভাবে?

ব্রণ ভরা ক্ষত-বিক্ষত মুখে রং মাখতে ভয়

ব্রণ তো মুখে আছেই, তার সঙ্গে রয়েছে উন্মুক্ত রন্ধ্রের সমস্যা। সেই ভয়ে তো আর রং খেলা বন্ধ থাকবে না। এ দিকে, মুখে নানা রকমের রং মাখার পর ত্বকের যে অবস্থা হবে, তা সামাল দেবেন কী ভাবে, সে কথা ভেবেও ভয় লাগছে। ত্বক এবং চুলের ক্ষতি এড়াতে অনেকেই ভেষজ রং ব্যবহার করেন। কিন্তু সকলের কাছেই যে এমন রং থাকবে, তার কোনও মানে নেই। রাসায়নিক দেওয়া ওই সব রং মেখে মুখে জ্বালা, র‌্যাশ হতেই পারে। তবে আগে থেকে কিছু বিষয় জানা থাকলে এই ধরনের সমস্যা এড়ানো যেতে পারে।

বরফ ঘষতে পারেন

রং খেলতে যাওয়া আগে মুখে ভাল করে বরফ ঘষে নিতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিও বন্ধ করতে সাহায্য করবে। ফলে ক্ষতিকর রাসায়নিক ত্বকের গভীরে প্রবেশ করতে পারবে না।

পরিষ্কার করুন

র‌ং খেলে আসার পর, ত্বকে রং বসতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মুখ পরিষ্কার করে ফেলতে হবে। তবে, এ ক্ষেত্রে শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে চলবে না। বিভিন্ন ধাপে প্রথমে তেল, তার পর ক্লিনজ়ার এবং শেষে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন।

সানস্ক্রিন

রং সাধারণত খোলা জায়গাতেই খেলা হয়। তাই রং খেলতে যাওয়ার হুজুগে সানস্ক্রিন মাখতে ভুলবেন না যেন। রঙের তো বটেই, সূর্যের অতি বেগনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে পারে এই সানস্ক্রিন।

আর্দ্র রাখুন

খেলতে যাওয়ার আগে মুখে তেল বা ময়েশ্চারাইজ়ার বেশি করে মেখে রাখুন। এতে ত্বকের আর্দ্রতা যেমন বজায় থাকবে, তেমনই মুখ থেকে রং সহজেই উঠে আসবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Skincare:তেল-না-ক্রিম?দোলের-রং-তুলতে-সবচেয়ে-নিরাপদ-কোনটি? Read Next

Skincare:তেল না ক্রিম?দোলের রং ...

Related News