You will be redirected to an external website

Jungle Safari: প্রায় ৩ মাস পর খুলছে ডুয়ার্সে‌র জাতীয় উদ্যানগুলি

Jungle-Safari:-প্রায়-৩-মাস-পর-খুলছে-ডুয়ার্সে‌র-জাতীয়-উদ্যানগুলি

প্রায় ৩ মাস পর খুলছে ডুয়ার্সে‌র জাতীয় উদ্যানগুলি

বর্ষায় তিন মাস জঙ্গল বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সামনেই পুজো। এসময় অনেকেই ভিড় করবেন ডুয়ার্সে‌। পরিকল্প‌নায় রয়েছে জঙ্গল সাফারিও। ডুয়ার্সের জঙ্গলে পর্যটকদের প্রধান আকর্ষণ হাতির পিঠে চেপে কিংবা হুডখোলা জিপে জঙ্গল সাফারি। তারই তোরজোড় চলছে গরুমারায়। ইতিমধ্যে গরুমারা সহ রাজ্যের অন্যান্য জঙ্গলের সরকারি লজগুলো সব বুক হয়ে গিয়েছে। গরুমারাতে হাতি সাফারির জন্য আরও দুটি দুটি কুনকি হাতি নিয়ে এসেছে বন দফতর।

হাতির পিঠে চেপে জঙ্গল সাফারিতে যাবেন নাকি হুডখোলা জিপে? এটা আপনার ব্যক্তিগত পছন্দ হলেও, জঙ্গল সাফারির সময় জেনে রাখা দরকার। সাধারণত হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি দিনে একবার হয়। কারণ হাতির পিঠে জঙ্গল ঘুরতে একবেলা সময় লেগে যায়। জিপ সাফারিরও নির্দিষ্ট সময় রয়েছে। সাধারণত জিপ সাফারি দিনে দু’বার হয়। সেটা জেনে নিয়ে ভ্রমণের প্ল্যান করুন।

জঙ্গলের আলাদা নিয়ম রয়েছে। হাতির পিঠে হোক বা জিপে, জঙ্গলে ঢুকে কোনও রকম শব্দ, চেঁচামিচি করলে চলবে না। বন্যপ্রাণী দেখতে গেলে জোরে জোরে কথা বলা, পশু-পাখি দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ার মতো কাজকর্ম করলে চলবে না। গাড়ির আওয়াজে, কোলাহলে বন্যপ্রাণী গভীর জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। জঙ্গলের পরিবেশ সম্পর্কে অবগত থাকুন।

ক্যামেরা ছাড়া আজকাল কেউ জঙ্গল সাফারিতে যায় না। কিন্তু বন্যপ্রাণী সামনে এসে গেলে ঘন-ঘন ছবি তুলবেন না। ছবি তোলার শব্দে পশু-পাখি পালিয়ে যেতে পারে। ক্যামেরার পাশাপাশি দূরবীন নিন। এছাড়া জঙ্গল সাফারিতে রঙিন পোশাক পরবেন না। গাঢ় সবুজ রঙের বা ক্যামোফ্লাজ পোশাক পরতে পারেন। আর ধৈর্যের সঙ্গে জঙ্গল সাফারিতে যান।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Homemade-Night-Cream:-ফর্সা-ত্বক-চাই?-বাড়িতেই-বানিয়ে-নিন-এই-জাফরান-নাইট-ক্রিম Read Next

Homemade Night Cream: ফর্সা ত্বক চাই? ব...