You will be redirected to an external website

Diwali Party: দিওয়ালি পার্টি থেকে ফিরে মেকআপ তুলে লাগিয়ে নিন এই ম্যাসাজ জেল

Diwali-Party:-দিওয়ালি-পার্টি-থেকে-ফিরে-মেকআপ-তুলে-লাগিয়ে-নিন-এই-ম্যাসাজ-জেল

পার্টি থেকে ফিরে মেকআপ তুলে লাগিয়ে নিন এই ম্যাসাজ জেল

আগে শুধুমাত্র উত্তর ভারতে ঘটা করে পালন করা হলেও এখন দেশজুড়ে মহা সমারোহে পালন করা হয় দীপাবলি। আলোর উৎসব দীপাবলি। হিন্দু ক্যালেন্ডার মতে এই কার্তিক খুব শুভ মাস। দশমীর পর সকলেরই দু সপ্তাহ একটু মন খারাপ হয়েছিল ঠিকই তবে দীপাবলি বা আলোর উৎসবে মেতে ওঠার সঙ্গে সঙ্গে সেই মন খারাপ কিছুটা হলেও দূর হয়েছে। অধিকাংশ বেসরকারি অফিসে হয় দিওয়ালির সেলিব্রেশন। আগে একরাতের কালীপুজোর মধ্যে আনন্দ সীমাবদ্ধ থাকলেও বাঙালির দীপাবলি এখন চাঁচ দিনের উৎসবে ঠেকেছে..

ধনতেরাস, মহালক্ষ্মীর পুজো, কালীপুজো, ছোটি দিওয়ালি, ভাইফোঁটা- পাঁচ দিন ধরে বাড়িতে পুজো আচ্চা, ডেকোরেশন, বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া এই সবকিছু চলতে থাকে। এছাড়াও থাকে অফিসে দিওয়ালি পার্টি,হিমেল হাওয়ার বার্তা বয়ে আনে হেমন্ত। সকালের দিকে গরম লাগলেও আবহাওয়া এখন আগের থেকে অনেক বেশি শুষ্ক। রাত বাড়লেই শীতের শিরশিরানি বেশ অনুভব করা যায়। এমন আবহাওয়াতে ত্বক অনেক দ্রুত শুষ্ক হয়ে পড়ে। 

সেই সঙ্গে দূষণের প্রভাব তো থাকেই। আর তাই দূষণের হাত থেকে বাঁচতে নিয়মিত ভাবে ত্বকের যত্ন নিতে হবে। পার্টির জন্য সুন্দর করে সাজগোজ তো হবেই। কিন্তু বাড়ি ফিরে সেই মেকআপ তুলে ফেলতে হবে।এর জন্য বাড়িতেই বানিয়ে নিন একটি ম্যাসাজ জেল। এই জেল একদিন বানিয়ে ফ্রিজে রেখে দিন। সপ্তাহে চারদিন ব্যবহার করতে পারলেই বজায় থাকবে ত্বকের আর্দ্রতা।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

ব্রেকফাস্টে-একবাটি-খেলে-সারাদিন-আর-খিদে-পাবে-না,বানিয়ে-খেতে-পারেন-ওটসের-খিচুড়ি Read Next

ব্রেকফাস্টে একবাটি খেলে...