ওয়্যাক্স করানোর পর সারা শরীর রক্তবর্ণ হয়ে ওঠে
যতই ঠান্ডা পড়ুক, পার্টিতে গেলে ড্রেস তো পরতেই হবে। তাই শীতে বেশি কষ্ট হবে ভেবেও ওয়্যাক্স করা থেকে বিরত থাকতে পারলেন না। কারণ, দেহের অবাঞ্ছিত রোম নিয়ে বাইরে যাওয়া যাবে না। কষ্ট হলেও এক প্রকার অস্বস্তি থেকেই ওয়্যাক্স করেন অনেকে। কিন্তু রোম তোলার পরই সারা দেহ হয়ে ওঠে রক্তবর্ণ। কারও কারও ত্বকে র্যাশ বেরোতেও দেখা যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন তাঁরা, যাঁদের ত্বক খুব স্পর্শকাতর।
ওয়্যাক্স করার পর ত্বকের যে কোনও অস্বস্তি দূর করতে বরফ জলের সেঁক দিতে বলেন অভিজ্ঞরা। রোম তোলার পর ফলিকলের মুখ বন্ধ করতে এই টোটকা ভীষণ কার্যকর। রোম তোলার পর, বরফ জলে ভেজানো পাতলা, সুতির কাপড় বা আইসপ্যাক দিলেও উপকার হবে।
দেহ থেকে ওয়্যাক্স-এর চ্যাটচ্যাটে ভাব দূর করতে অনেকেই গরম জল ব্যবহার করেন। তবে অভিজ্ঞরা বলছেন, রোম তোলার অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত গরম জলে স্নান না করাই ভাল।
রোম তোলার পর ত্বকের আর্দ্রতা বজায় রাখাও জরুরি। ত্বকে র্যাশের সমস্যা ঠেকিয়ে রাখতেও সাহায্য করে এই প্রসাধনী। তবে সেই ময়শ্চারাইজ়ারটি রাসায়নিক-মুক্ত হওয়াই ভাল