You will be redirected to an external website

এয়ার ইন্ডিয়ার কর্মীরা সেজে উঠবেন নয়া রূপে, দায়িত্ব পেলেন মণীশ মলহোত্র

এয়ার-ইন্ডিয়ার-কর্মীরা-সেজে-উঠবেন-নয়া-রূপে,-দায়িত্ব-পেলেন-মণীশ-মলহোত্র

এয়ার ইন্ডিয়ার কর্মীরা সেজে উঠবেন নয়া রূপে

পর্দার হোক বা আসল— বলিউডে বিয়ের পোশাক মানেই এখন পোশাকশিল্পী মণীশ মলহোত্র। কিয়ারা থেকে পরিণীতি, সকলেরই পছন্দের তালিকায় থাকে মণীশের নাম। তবে এ বার রুপোলি পর্দার জগৎ ছেড়ে টাটার এয়ার ইন্ডিয়ার ১০ হাজার বিমানকর্মীর জন্য পোশাক তৈরি করবেন এই তারকা পোশাকশিল্পী। বিমানসংস্থার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন বলেন, “বিশ্ব দরবারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এয়ার ইন্ডিয়া বিমানসংস্থা।

বিমানচালক, কেবিন ক্রু থেকে গ্রাউন্ড স্টাফ, নিরাপত্তারক্ষী— সব মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মীর পোশাকের নকশা তৈরি করছেন মণীশ মলহোত্র। চলতি বছরের শেষের দিকেই নতুন পোশাকে দেখা যাবে এয়ার ইন্ডিয়ার কর্মীদের। দেশের জাতীয় বিমানসংস্থার পক্ষ থেকে এমন একটি দায়িত্ব পেয়ে অভিভূত পোশাকশিল্পী মণীশ মলহোত্র। ইতিমধ্যেই সেই সংস্থার সঙ্গে মণীশের কথা হয়েছে বলে জানিয়েছেন পোশাকশিল্পী। তাঁর দলের সদস্যদের সঙ্গে বিমান সংস্থার কর্মীদের পোশাক সংক্রান্ত বিষয়ে একাধিক বার আলাপ-আলোচনা হয়েছে। শুরু হয়েছে পোশাকের মাপজোখ নেওয়ার কাজও। মণীশের মতে, “এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার সুযোগ পাওয়া সম্মানের।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

বন্ধুদের-জন্য-বাড়িতেই-বানান-দক্ষিণী-খাবার-মুরগির-ঘি-রোস্ট Read Next

বন্ধুদের জন্য বাড়িতেই ...