You will be redirected to an external website

প্রসাদ পাবেন সব রাম ভক্ত! কত লক্ষ দেশি ঘিয়ের লাড্ডু তৈরি হচ্ছে অযোধ্যায়?

প্রসাদ-পাবেন-সব-রাম-ভক্ত!-কত-লক্ষ-দেশি-ঘিয়ের-লাড্ডু-তৈরি-হচ্ছে-অযোধ্যায়?

প্রসাদ পাবেন সব রাম ভক্ত

দু দিকে সার দিয়ে বসে শ খানেক পুরুষ, মহিলা। মাঝখানে বড় বড় থালা। তাতে সার দিয়ে রাখা দেশি ঘিয়ের লাড্ডু। একদিকে পাক চলছে। বড় কড়াই। সেখান থেকে হাতে ঘুরে লাড্ডু তৈরি করে রাখা হচ্ছে থালায়।

করসেবকপুরমের ছোট চাভনি বিল্ডিংয়ের একতলার দৃশ্যটা এখন এটাই। হঠাৎ ঢুকলে মনে হবে লাড্ডুর কারখানা বুঝি। আসলে এই লাড্ডুই ভোগ হিসেবে দেওয়া হবে রামলালাকে। তারপর প্রসাদ পাবেন ভক্তরা। চলছে তারই আয়োজন।

রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যা প্রায় ৮ হাজার। তার মধ্যে ভিভিআইপি যেমন রয়েছেন তেমনই রয়েছেন ভিএইচপি কর্মী, করসেবক থেকে সাধারণ মানুষ। তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে রামলালার বিশেষ প্রসাদ। সেই উপলক্ষেই এমন রাজকীয় আয়োজন। তৈরি হচ্ছে সাড়ে ১৩ লক্ষ লাড্ডু। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

রবিবারের-ভূরিভোজে-চটজলদি-বানিয়ে-ফেলতে-পারেন-চিংড়ির-পোলাও Read Next

রবিবারের ভূরিভোজে চটজলদ...