পার্টি থেকে ফিরে মেকআপ তুলে লাগিয়ে নিন এই ম্যাসাজ জেল
দশমীর পর সকলেরই দু সপ্তাহ একটু মন খারাপ হয়েছিল ঠিকই তবে দীপাবলি বা আলোর উৎসবে মেতে ওঠার সঙ্গে সঙ্গে সেই মন খারাপ কিছুটা হলেও দূর হয়েছে। অধিকাংশ বেসরকারি অফিসে হয় দিওয়ালির সেলিব্রেশন। আগে একরাতের কালীপুজোর মধ্যে আনন্দ সীমাবদ্ধ থাকলেও বাঙালির দীপাবলি এখন চাঁচ দিনের উৎসবে ঠেকেছে ধনতেরাস, মহালক্ষ্মীর পুজো, কালীপুজো, ছোটি দিওয়ালি, ভাইফোঁটা- পাঁচ দিন ধরে বাড়িতে পুজো আচ্চা, ডেকোরেশন, বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া এই সবকিছু চলতে থাকে। হিমেল হাওয়ার বার্তা বয়ে আনে হেমন্ত। সকালের দিকে গরম লাগলেও আবহাওয়া এখন আগের থেকে অনেক বেশি শুষ্ক। রাত বাড়লেই শীতের শিরশিরানি বেশ অনুভব করা যায়। এমন আবহাওয়াতে ত্বক অনেক দ্রুত শুষ্ক হয়ে পড়ে। চামড়া কুঁচকে যায়
সেই সঙ্গে দূষণের প্রভাব তো থাকেই। আর তাই দূষণের হাত থেকে বাঁচতে নিয়মিত ভাবে ত্বকের যত্ন নিতে হবে। পার্টির জন্য সুন্দর করে সাজগোজ তো হবেই। কিন্তু বাড়ি ফিরে সেই মেকআপ তুলে ফেলতে হবে। শুধু তুলে নিলেই হবে না এরপর সঠিক উপায়ে ত্বকের যত্নও নিতে হবে এর জন্য বাড়িতেই বানিয়ে নিন একটি ম্যাসাজ জেল। এই জেল একদিন বানিয়ে ফ্রিজে রেখে দিন। সপ্তাহে চারদিন ব্যবহার করতে পারলেই বজায় থাকবে ত্বকের আর্দ্রতা। কেশর ত্বকের জন্য খুবই ভাল, ত্বককে ফর্সা উজ্জ্বল করে
একটা চাটু একদম লো ফ্লেমে গরম করতে বসান। কয়েক টুকরো কেশর টিস্যু পেপারে মুড়ে ওই তাওয়াতে সেঁকে নিতে হবে। এবার এই কেশরের সঙ্গে ৫ চামচ অ্যালোভেরা জেল এক চামচ আমন্ড অয়েল আর একটা ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে দিতে হবে সব খুব ভাল করে মিশিয়ে নিলেই তৈরি ম্যাসাজ জেল। এবার তা ফ্রিজে রেখে দিতে হবে। রোজ একটু একটু বের করে ম্যাসাজ করে নিতে হবে, তাহলেই ত্বক সুন্দর থাকবে...