You will be redirected to an external website

Ashwagandha for Skin: মুখ ভরেছে ব্রণতে? এই আয়ুর্বেদিক উপাদান ১ বার মাখলেই কমবে ত্বকের সমস্যা

Ashwagandha-for-Skin:-মুখ-ভরেছে-ব্রণতে?-এই-আয়ুর্বেদিক-উপাদান-১-বার-মাখলেই-কমবে-ত্বকের-সমস্যা

আয়ুর্বেদিক উপাদান ১ বার মাখলেই কমবে ত্বকের সমস্যা

মানসিক চাপ হোক বা পুরুষাঙ্গের সমস্যা, প্রাকৃতিক ও ভেষজ উপাদান ব্যবহার করেই সমস্যার সমাধান করা হয়। আয়ুর্বেদে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। তারই মধ্যে জয়জয়কার অশ্বগন্ধার। অশ্বগন্ধাকে কাজে লাগিয়ে একাধিক ওষুধ তৈরি হয় বিশ্বজুড়ে। শারীরিক ব্যথা-যন্ত্রণা কমানো থেকে মানসিক চাপ কমাতে সহায়ক অশ্বগন্ধা। কিন্তু ত্বকের সমস্যায় কি অশ্বগন্ধা ব্যবহার করা যায়? চলুন জেনে নেওয়া যাক।

ত্বককে হাইড্রেট রাখে: তৈলাক্ত ও ব্রণ-প্রবণ ত্বকের জন্য উপকারী অশ্বগন্ধা। এছাড়া শুষ্ক ত্বকেরও যত্ন নেয় এই উপাদান। অশ্বগন্ধার মধ্যে হাইলুরনিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

প্রাকৃতক ময়েশ্চারাইজার: পুরুষ হোক বা মহিলা, যে কারও ত্বকের উপর দুর্দান্ত কাজ করে অশ্বগন্ধা। ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখে অশ্বগন্ধা। তাছাড়া অশ্বগন্ধা ব্যবহার করলে ত্বকের অস্বস্তি কমে। এটি ত্বক কোলাজেন গঠনে সাহায্য করে এবং পুষ্টি জোগায়।

ত্বককে উজ্জ্বল করে: ফর্সা ত্বক পাওয়ার জন্য অনেকেই হলুদ ব্যবহার করেন। হলুদের পাশাপাশি অশ্বগন্ধা ব্যবহার করলেও উজ্জ্বল ত্বক পাওয়া যায়। এই ভেষজ উপাদান ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

স্ক্যাল্পের খেয়াল রাখে: ত্বকের পাশাপাশি চুল ও স্ক্যাল্পের যত্ন নেয় অশ্বগন্ধা। আপনি যদি চুল পড়া, খুশকির সমস্যায় ভোগেন, অবশ্যই অশ্বগন্ধা ব্যবহার করুন। এই উপাদান চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে।

চুলের বৃদ্ধি ঘটায়: চুল পড়া রোধ করতে অবশ্যই অশ্বগন্ধা ব্যবহার করুন। নিয়মিত অশ্বগন্ধা ব্যবহার করলে নতুন চুল গজায় এবং চুল দ্রুত বাড়তে থাকে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss-Tips:-ডায়েট-ও-ব্যায়াম-ছাড়াই-তরতরিয়ে-দেহের-ওজন-কমবে Read Next

Weight Loss Tips: ডায়েট ও ব্যায়াম ছ...